ফুটবল
এখন মাঠে
0

কোপা আমেরিকায় ভেনেজুয়েলার টানা দ্বিতীয় জয়

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় তুলে নিলো ভেনেজুয়েলা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়েছে দলটি। এজয়ে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপে শীর্ষেই রইলো দলটি।

যদিও এদিন ম্যাচের শুরু থেকেই ভেনেজুয়েলাকে কোনঠাসা করে রাখে মেক্সিকো। একের পর এক আক্রমেন নাজেহাল করে ভেনেজুয়ালার রক্ষণভাগ। তবে, ভালো ফিনিসিংয়ের অভাবে গোল আদায় করতে ব্যর্থ হয় মেক্সিকো।

ফলে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও খেলার ধার বজায় রাখে মেক্সিকো। তবে ম্যাচের ৫৭ মিনিটে ডি বক্সের মধ্যে ফাউল করে বসে মেক্সিকান রক্ষণভাগের ফুটবলার। ফলে পেনাল্টি পেয়ে যায় ভেনেজুয়েলা। সেখান থেকে স্পট কিকে গোল দিয়ে ভেনেজুয়েলাকে এগিয়ে নেন সালোমন রোনদোন।

এরপর ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না আসরে টানা জয় নিয়ে মাঠ ছাড়ে ভেনেজুয়েলা। এদিন লক্ষ্যে ১৮ টি শট নিয়েও গোল আদায় ব্যর্থ হয় মেক্সিকো।