ফুটবল
এখন মাঠে
0

রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে আজ (মঙ্গলবার, ১১ জুন) রাতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবাননের 'আই' গ্রুপে কোচ ক্যাবরেরার দলের অবস্থান একেবারে তলানিতে। ৫ ম্যাচ খেলে ৪ হার আর ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ১।

তবে গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে বাংলাদেশ সময় রাত দশটায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে জামাল ভুইয়ারা।

এর আগে ঘরের মাঠে বসুন্ধরা কিংস অ্যারেনায় মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। গত এক বছরে লেবাননের বিপক্ষে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

এসএস