পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন কিউবা মিচেল

কিউবা মিচেল
কিউবা মিচেল | ছবি: সংগৃহীত
0

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বাংলাদেশ লিগের ক্লাব বসুন্ধরা কিংস ছেড়ে দিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেল। আজ (শনিবার, ৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

নিজের ফেসবুক পোস্টে কিউবা মিচেল জানান, প্রায় ৬ মাস বসুন্ধরা কিংসের হয়ে খেললেও পারিশ্রমিক পাননি তিনি। যে কারণে অনেকটা বাধ্য হয়েই চুক্তি শেষ করেছেন।

আরও পড়ুন:

সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা কিউবা তিন বছরের চুক্তিতে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে এসেছিলেন। যদিও শুরুর দিকে মাঠে পর্যাপ্ত পরিমাণে খেলা হয়নি তার। সেই সঙ্গে যুক্ত হয় বেতন না পাওয়ার ঘটনা। অনেকটা বাধ্য হয়েই তাই চুক্তি শেষ করেছেন কিউবা।

এর আগে একই অভিযোগ এনে বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ডিফেন্ডার তারিক কাজী।

ইএ