ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ফলে একাধিক সুযোগও তৈরি করে বুসকেতস সুয়ারেজরা। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করতে পারেনি সাউদ বিচের দলটি। উল্টো ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে যায় আটলান্টা।
ফলে প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় টাটা মার্টিনোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মেসি জর্দি আলবারা। তবে ম্যাচে ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে থিয়াগো আলমাদারা। এর মিনিট তিনেক পরই মেসির গোলে ব্যবধান কমায় মায়ামি।
তবে ৭৩ মিনিটে আবারও আটলান্টা গোল দিলে আর ম্যাচে ফিরতে পারেনি মেসি, সুয়ারেজরা। এই হারেও অবশ্য ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি।