ফুটবল
এখন মাঠে

কোপার জন্য ব্রাজিলের দল ঘোষণা, বাদ নেইমার

জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকাকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে আছে বেশকিছু চমক। নেইমার, ক্যাসেমিরো, রিচার্লিসনদের কেউই নেই স্কোয়াডে।

কোপা আমেরিকা শুরু হতে বাকি আর মাত্র মাস খানেক। এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করেছে আসরের রানার আপ দল ব্রাজিল। এবার আসরের জন্য চমক রেখেই দল সাজিয়েছে সেলেসাওরা।

তবে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পাচ্ছে না হলুদ জার্সিধারীরা। আর নেইমারের অবর্তমানে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলা স্ট্রাইকার ইভানলিসন। এছাড়াও ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রোদ্রিগো। বার্সার রাফিনহা ছাড়াও খেলবেন তরুণ এন্দ্রিক।

সেলেসাওদের মাঝমাঠ সামলাতে থাকছেন পাকেতা, ব্রনো গিমারেজ, ডগলাজ লুইসের মতো ফুটবলার। ছন্দে না থাকায় জায়গা হারিয়েছে ক্যাসামিরো। এর বাইরে দল থেকে বাদ পড়েছেন কাতার বিশ্বকাপে দ্যুতি ছাড়ানো রিচার্লিসন।

রক্ষণ ভাগের দায়িত্ব সামলাবেন এদের মিলিতাও, গ্যাব্রিয়েল , মারকিনিওসের মতো ফুটবলার। যা প্রতিপক্ষ ফুটবলারদের ভাবনার কারণ হতে পারে। যদিও দলে ঠাই হয়নি নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভার। এর বাইরে গোলবারের নিচে অনুমিয়ভাবেই থাকছে অ্যালিসন, এদারসনরা।

এবারের আসরের আগে প্রস্তুতি নিতে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। একটি যুক্তরাষ্ট্র ও অন্যটি মেক্সিকোর বিপক্ষে। যদিও ম্যাচের সময় সূচি এখনো নির্ধারণ হয়নি।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর