ফুটবল
এখন মাঠে
0

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

এবার আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। জানিয়েছেন, চলতি মৌসুম শেষে আর থাকছেন না ক্লাবটিতে। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে ক্লাবকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন তিনি। তবে, পরবর্তী ঠিকানা কোন ক্লাব সে বিষয়টি পরিস্কার করেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন, অনেকটা নিশ্চিতই ছিল। তবে সেটা অনানুষ্ঠানিক। কারণ এতোদিন নিজের তরফ থেকে এ বিষয়ে কিছুই বলেননি তিনি। এবার এ নিয়ে মুখ খুললেন নিজেই। আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন এই ফরাসি তারকা।

এমবাপ্পে বলেন, 'আপনাদের উদ্দেশ্যে বলছি, পিএসজিতে আমার শেষ মৌসুম। চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। আগামী কয়েক সপ্তাহ পর আমার যাত্রা শেষ হতে চলেছে। রোববার পার্ক ডি প্রিন্সেসে শেষ ম্যাচ খেলবো।'

মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এই ফরাসি তারকা দারুণ সময় কাটিয়েছেন। গেল সাত বছরে ক্লাবটির হয়ে গোল করেছেন ২৫৫টি। অ্যাসিস্ট একশোরও বেশি আলফা

বলা চলে, ফ্রেঞ্চ ক্লাবটিতে ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার। পিএসজিতে বেশ কয়েকটি শিরোপা জেতার সুখস্মৃতি আছে তার। এর মধ্যে লিগ ওয়ানে টাইটেল জিতেছেন ৬ বার। ফ্রেঞ্চ কাপ, লিগ কাপ আর সুপার কাপেও একাধিকবার ট্রফি ছুঁয়েছেন। বর্ণাঢ্য যাত্রার ইতি টানার ঘোষণা দিতে গিয়ে ক্লাবকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন এমবাপ্পে।

তিনি বলেন, 'এটি আমার জন্য আবেগের ব্যাপার। অনেক বছর এখানে খেলার সুযোগ পেয়েছি। এটি ফ্রান্সের বড় ক্লাব। বিশ্বের অন্যতম বড় ক্লাব। এখানে চাপ নিয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছি।খেলোয়ার হিসেবে এখানে আমি উন্নতি করেছি। ইতিহাসের কিছু সেরা ও চ্যাম্পিয়ন খেলোয়াড়কে পাশি পেয়েছি। অনেক মানুষের সাথে দেখা হয়েছে। মানুষ হিসেবে বেড়ে উঠেছি। অনেক গৌড়বের অংশ হয়েছি, ভুল্টো হয়েছে। তবে, এটা সম্মানজনক।'

পরবর্তী ঠিকানা কোন ক্লাব হতে যাচ্ছে, সে বিষয়ে কোনো কিছুই পরিস্কার করেননি ফরাসি তারকা। তবে গুঞ্জন রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপ্পে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর