চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পিএসজি ও বুরুশিয়া কোন দলেরই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনে পিএসজি কিনা করেছে এ পর্যন্ত। অঢেল অর্থ ব্যয় করেছে। বিশ্বর সেরা সব ফুটবলারদের নিয়ে স্কোয়াডও সাজিয়েছে ছিল। যেখানে, মেসি, নেইমার এমবাপ্পেকে এক সুতোয় গাঁথা ফরাসি ক্লাবটি।
এতো কিছুর পরও এখন পর্যন্ত দলটির সর্বোচ্চ অর্জন ১৯ থেকে ২০ মৌসুমে ফাইনালে ওঠা। সেবার ফাইনালে বায়ার্নের কাছে হেরে যায় এমবাপ্পে, নেইমাররা। এবার আরও একবার দলকে ফাইনালে ওঠানোর সুযোগ এমবাপ্পেদের সামনে। তবে দলে নেই নেইমার, মেসির মতো তারকারা। এরা এখন পাড়ি জমিয়েছেন অন্যত্র।
তবুও স্বপ্নবাজ পিএসজি। এরই মধ্যে জিতে নিয়েছে লিগ শিরোপা। লুইস এনরিকের অধীনে পিএসজিও আছে দারুণ ছন্দে। তবে ফাইনালের মঞ্চ ছোঁয়ার আগে তাদের ডিঙ্গাতে হবে বুরুশিয়া বাঁধা। সার্বিক বিবেচনায় এ ম্যাচে অবশ্য ফেভারিট প্যারিসের ক্লাবটিই।
অন্যদিকে খুব একটা ভালো অবস্থানে নেই বুরুশিয়া ডটমুন্ড। লিগ টেবিলে দলটির অবস্থান পাঁচে। সবশেষ ১১ বছর আগে জিতেছিলো বুন্দেসলিগা। তবে এই আসরে কোয়ার্টার ফাইনালে যেভাবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়াই করেছে সেটা থেকে অনুপ্রেরণা নিতেই পারে তারা। চলতি মৌসুমে সব হারানো দলটি অবশ্য চাইবে চ্যাম্পিয়ন্স লিগে অধরা শিরোপাটি ছুঁতে।
এখন দেখার আপোষহীন এই লড়াইয়ে কোন দল ফাইনাল মঞ্চে যাবে এগিয়ে।