ফুটবল
এখন মাঠে
0

সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল-বায়ার্নের ২-২ গোলে ড্র

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল-বায়ার্ন মিউনিখের ম্যাচ ড্র। এগিয়ে গিয়েও নিজেদের মাঠে জয় বঞ্চিত বাভারিয়ানরা। ম্যাচে গোল করে হেরি কেইন নাম লেখান সর্বোচ্চ গোলদাতার তালিকায়। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র গড়েন টানা তিন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করার কৃর্তি।

লড়াইটা জমজমাট হওয়ার আভাসটা ছিল আগেই। সেটাই যেনো দেখলো আলিয়েঞ্জ অ্যারেনার দর্শকরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ। বায়ার্নের মাঠে আতিথ্য রিয়াল মাদ্রিদের।

তবে মিউনিখের ভরা মজলিসে খুব একটা সুবিধা করতে পারেনি বাভারিয়ানরা। ইউরোপিয়ান ক্লাসিকোতে অবশ্য জেতেনি কেউই। বায়ার্ন রিয়ালের ম্যাচ ড্র ২-২ গোলে।

অবশ্য নিজেদের মাঠে দাপট ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করেছে টুখেলের শিষ্যরা। যার প্রমাণ রাখে প্রথম ২১ মিনিটে রিয়ালের গোলপোস্টে ৬ শট। তাও যেনো নিশানা ভেদে ব্যর্থ সানে, টমাস মুলাররা।

তবে ম্যাচের ২৪ মিনিটে ঠিকই কাজের কাজটা সারে রিয়াল ফরওয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। টনি ক্রুসের থ্রো বলে ম্যাচের প্রথম গোলটি করে চতুর্থ ফুটবলার হিসেবে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করার কৃর্তি গড়ের ভিনি। এর আগে যা করে দেখিয়েছেন জারি লিটমানেন, ক্রিস্টিয়ানো রোনালদো আর কেভিন ডি ব্রুইনা।

ম্যাচের প্রথম ৩০ মিনিট বল দখলে দাপট দেখায় বায়ার্ন মিউনিখের। পরে অবশ্য নিজেদের আধিপত্য দেখায় অথিতিরা। এগিয়ে থেকে প্রথমআর্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।

বিরতির পর আবারও রিয়ালের হানা। তবু মিলছিল না দ্বিতীয় গোলের দেখা। উল্টো ৫৩ মিনিটে জোড়ালো এক শটে মাদ্রিদের জালে বল পাঠান সানে। গোল খাওয়ার পর বাভারিয়ানদের পরের গোল উপহার দেয় রিয়ালের ডিফেন্ডার। ডি বক্সে ফাউল করে পেনাল্টি উপহার পায় স্বাগতিকরা।

আর এ থেকে এগিয়ে যায় বায়ার্ন। হেরি কেইনের নাম চলে আসে চলতি মৌসুমের সর্বোচ্চ গোল দাতার তালিকায়। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল করে নাম লেখান কিলিয়ান এমবাপ্পের পাশে।

এগিয়ে গিয়েও বিপদে টুখেলের দল। তৃতীয় গোল করার মরিয়ায় উল্টো হতাশায় বাভারিয়ানরা। ৮৩ মিনিটে ভিনিসিয়ূস স্পট কিক থেকে সমতায় রিয়াল।

আপাপত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে কে সেটা দেখতে অপেক্ষা করতে হবে ৮ মে'র রাত পর্যন্ত। সান্তিয়াগো বার্নাব্যুয়েতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ফুটবলের এই দুই পরাশক্তি।

এসএস