ক্লাব বার্সেলোনা ও জাভি হার্নান্দেজের সম্পর্কের নতুন মোড় নিয়েছে। সবাইকে অবাক করে নিজের সিদ্ধান্তে আমূল পরিবর্তন কোচ জাভির। এই মৌসুমই শেষ নয়, আগের চুক্তি অনুযায়ী থাকবেন ২০২৫ এর জুন পর্যন্ত। সামনের মৌসুমেও জাভি হার্নান্দেজের কোচিংয়ে অনুশীলন করবেন ফেরান তোরেস, পেদ্রি, হোয়াও ফেলিক্সরা।
এর আগে ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেয়ার পর গেলো মৌসুমে বার্সাকে লিগ শিরোপা জেতান ক্লাবটির সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডার। তবে চলতি মৌসুমের প্রতিটা মুহূর্ত যেন কাঁটা হয়ে ফুটেছে জাভির পরিকল্পনায়।
এরপরই চলতি মৌসুমের জানুয়ারিতে ক্লাব ছাড়ার ঘোষণা দেন এ কোচ। তবে তাৎক্ষণিকভাবে দায়িত্ব না ছেড়ে মৌসুম শেষেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। মাঝে বেশ কয়েকবার নিজের সিদ্ধান্তে অটুট থাকার বিষয়টিও নিশ্চিত করেন ৪৪ বছর বয়সী জাভি।
স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা এবং স্পোর্টস ডিরেক্টর ডেকোর সঙ্গে জরুরি বৈঠকের পরই জাভির সিদ্ধান্তের পরিবর্তন। এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্লাবের পক্ষ থেকে জাভিকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, কোচিং স্টাফে পরিবর্তন আনা হবে না এবং ক্লাবের আর্থিক সঙ্কটের পরও আগামী মৌসুমের আগে তারকা ফুটবলার দলে নেয়া হবে।
এদিকে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে আগেই ছিটকে গেছে কাতালানরা। নিজেদের শেষ ম্যাচে রিয়ালের কাছে হেরে লিগ শিরোপা জয়ও অনেকটাই ধূসর ক্যাম্প ন্যূ'র ক্লাবটির। সবমিলিয়ে ট্রফিবিহীন এক মৌসুম শেষ করার অপেক্ষায় বার্সেলোনা। আগামী মৌসুমে জাভির হাত ধরে বার্সেলোনার আবারও সাফল্যের হাসি ফোটে কি না সেটিই দেখার অপেক্ষায় সমর্থকরা।