ফুটবল
এখন মাঠে
0

চেলসিকে ৫-০ গোলে হারিয়েছে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ম্যাচে জোড়া গোল করেছেন হোয়াইট ও হাভার্টজ। এই জয়ে 'গানার' খ্যাত দলটির পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা মজবুত হয়েছে।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমটা তেমন ভালো কাটছে না চেলসির। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্সেনালের সাথে হারটা অনুমেয়ই ছিল। কিন্তু সেটা যে ৫-০ গোলের ব্যবধানে হবে, তা হয়তো অনেকেই ভাবেনি। কারণ গত ৩৮ বছরের মধ্যে লন্ডন ডার্বিতে এতো বড় ব্যবধানে হারেনি চেলসি।

পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করার লক্ষ্য নিয়ে চেলসির বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। প্রত্যাশিতভাবেই ভালো শুরু পায় আর্তেতার দল। ৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ট্রোসার্ড। তারপর আক্রমণের ধার আরও বাড়ায় গানার খ্যাত দলটি। কিন্তু প্রথমার্ধ্বে আর নিশানার দেখা পায়নি। চেলসিও কাউন্টার অ্যাটাক থেকে গোল করার চেষ্টা করেছে। তবে ফিনিশিং দুর্বলতায় তা সম্ভব হয়নি।

দ্বিতীয়ার্ধ্বে ব্যবধান বাড়াতে আর্সেনালকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫২ মিনিটে স্কোর শীটে নাম তোলেন বেন হোয়াইট। তার ঠিক ৫ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন কাই হাভার্টজ। আর্সেনালের একের পর পর এক গোলে দিশেহারা হয়ে পড়ে চেলসির রক্ষণভাগ।

একাধিক গোল হজম করে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি ব্লুজরা। যার কারণে লড়াইটাও হয়েছে একপেশে। ৬৫তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন হাভার্টজ। এদিন হোয়াইটও জোড়া গোল করেছেন। ৭০ মিনিটে এই ইংলিশ ডিফেন্ডার চেলসির গোলরক্ষককে পরাস্ত করলে আর্সেনালের জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

এই জয়ে গানারদের মোট পয়েন্ট হলো ৭৭। তিন পয়েন্ট কম নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে লিভারপুল।

এসএস