লিগ টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সামনে এ ম্যাচে থাকছে ব্যবধান কমানোর সুযোগ। ১৩ ম্যাচ শেষে সিটিজেনদের পয়েন্ট ২৫। জয় পেলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান নেমে আসবে ২ পয়েন্টে। তুলনামূলক দুর্বল এ প্রতিপক্ষের বিপক্ষে অবশ্য নিজের চেনা স্কোয়াডকেই একসঙ্গে পাচ্ছেন সিটি বস পেপ গার্দিওলা।
আরও পড়ুন:
নিকো গঞ্জালেস, বার্নাদো সিলভা, আর্লিং হালান্ডরা আরও একবার গড়ে দিতে পারেন পার্থক্য। আরেক ম্যাচে টেবিলের ১২ এবং ১৩তম স্থানে থাকা নিউক্যাসেল এবং টটেনহাম একে অন্যের মুখোমুখি হচ্ছে। নামের ভারে এগিয়ে থাকলে মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না দুই দলের। এই ম্যাচে পয়েন্ট বাড়ানোর দিকেই নজর থাকছে তাদের।




