মেসি পা রাখায় মেজর লিগ সকারে এখন সবার নজর। পারফরম্যান্স দিয়ে স্পটলাইটটা নিজের দিকেই রেখেছেন মেসিও। চলতি মৌসুমে যেমন পেয়েছেন দারুণ শুরু। তার পায়ের জাদুতে মায়ামিও কাটাচ্ছে স্বপ্নীল মৌসুম।
মেজর লিগ সকারে কখনো শীর্ষ ৫ এ আসতে না পারা ইন্টার মায়ামি এবারের মৌসুমে এখন পর্যন্ত আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর এর পেছনের কারিগর কে সেটি নিশ্চয়ই বলতে হবে না। লিওনেল মেসি কতটা অপরিহার্য তার প্রমাণ দু'টো ম্যাচে তিনি না খেললেই এলোমেলো হয়ে যায় গোটা দল। মাঝে ইনজুরির কারণে তার অনুপস্থিতিতে দল হারায় শীর্ষস্থান। মেসি ফেরায় আবারও জয়ে ফিরেছে দল, ফিরে পেয়েছে শীর্ষ স্থানটাও।
মাঠে আর্জেন্টাইন মহাতারকা কতটা কার্যকরী ভূমিকা রাখছেন তার কাগজে প্রমাণও আছে। পরিসংখ্যান বলছে, লিগের শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরেই আছে লিওনেল মেসির নাম। এই তালিকায় তার সঙ্গী দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজও। তবে ৮ বারের ব্যালন ডি'অর জয়ী মেসি ৪ ম্যাচ কম খেলেছেন অন্যদের চেয়ে।
কেবল গোল করেই ক্ষান্ত হওয়ার স্বভাব কখনোই ছিল না বিশ্বজয়ী এই তারকার। গোল করানোতেও সমান পারদর্শিতা সর্বকালের শ্রেষ্ঠতম ফুটবলারের। এমএলএসেও রাখছেন তার ছাপ। ৬ ম্যাচে ৫ গোলে অ্যাসিস্ট করে আছেন এই তালিকারও শীর্ষ সারিতেই।
রোববার (২১ এপ্রিল) আর একটা মেসিময় সন্ধ্যায় দারুণ এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসিকে হারিয়েছে ৩-১ গোলে। যেখানে দুটো গোল করেছেন মেসি নিজে। আর সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন অন্যটি।
গোল করা আর করানোতে সমান দক্ষতার এমন দারুণ মিশেল একজনের মাঝে আর কখনো কি দেখতে পাবে ফুটবল দুনিয়া?