তবে, এবার লড়াইটা ফাইনালে ওঠার। যেখানে ৩০ এপ্রিল প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে আথিত্য দেবে বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়া রিয়াল এ ম্যাচেও এগিয়ে থাকবে। যেখানে তাদের বড় অনুপ্রেরণা যোগাবে ইতিহাদে লস ব্লাঙ্কোদের ঘুরে দাঁড়ানোর গল্প। অন্যদিকে খুব একটা সুবিধাজনক অবস্থানে না থেকেও আর্সেনালকে হারিয়ে সেমিতে ওঠে বাভারিয়ানরা। জার্মানে বায়ার্ন দীর্ঘদিনের রাজত্ব হারিয়েছে লেভারকুসেনের কাছে। ফলে স্বাভাবিকভাবেই দলটি চাইবে অন্তত একটি শিরোপা জিতে মৌসুম শেষ করতে।
লিগের আরেক সেমিফাইনালে পিএসজি পাচ্ছে উজ্জীবিত বরুশিয়া ডর্টমুন্টকে। একই দিনে এমবাপ্পে দেম্বেলেরা খেলবে জার্মান ক্লাবটির ঘরের মাঠে। বার্সাকে বিধ্বস্ত করে সেমিতে ওঠা পিএসজি, বরুশিয়ার বিপক্ষেও ফেভারিট। অন্যদিকে পিছিয়ে থেকেও অ্যাতলেটিকো হারানো হলুদ জার্সিধারী আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। ফলে এ ম্যাচেও ভক্তরা পেতে যাচ্ছে বাড়তি আমেজ।
সবশেষে ২ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এখন দেখার কার হাতে ওঠে ইউরোপীয় ফুটবলের রাজত্ব।