একবার ভাবুন তো কোনো এক দলে ফরওয়ার্ড লাইনে মেসি, সুয়ারেজ ও নেইমারের সঙ্গী কিলিয়ান এমবাপ্পে। কেমন হবে সেই দলের গোল দেওয়ার সক্ষমতা।
হ্যাঁ, এমনটা হতেই পারতো। ৭ বছর আগে বার্সেলোনার টিম অফিসিয়ালরা চাইলে ফুটবল বিশ্ব দেখতেই পারতো এমন এক চিত্র, কিন্তু হয়নি।
তবে এতোদিন পরে হঠাৎ কেন এ নিয়ে আলোচনা। কিছুদিন পর হয়তো ফরাসি স্ট্রাইকার এমবাপ্পেকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে। তাকে নিয়ে কেন আবার বার্সেলোনার কথা উঠলো।
সময়টা ২০১৭, সে সময় তারকায় ঠাসা কাতলান শিবিরে যোগ দেওয়ার কথা কিলিয়ান এমবাপ্পের। মোনাকো ছেড়ে সে সময় বার্সায় আসার বিষয়টি ৭ বছর পর সামনে আনলেন সে সময়ের বার্সেলোনার বোর্ড সদস্য হাভিয়ার বোর্ডাস।
এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘যদি তখনকার বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ চাইতেন অনেক অল্প অর্থে ফরাসি তারকাকে দলে ভেড়ানো যেত। কিন্তু তা না করে সে সময় ১৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে আনা হয় উসমান ডেম্বেলেকে। যদিও পরবর্তীতে তাকেও ধরে রাখতে পারেনি বার্সা শিবির।’
কাতালান দলটি এমবাপ্পের গুরুত্ব না বুঝলেও সে সময়ের উঠতি তারকাকে মোনাকো থেকে উড়িয়ে নিয়ে আসে ফরাসি ক্লাব পিএসজি। এখান থেকেই উত্থান বর্তমান সময়ের বল পায়ে সবচেয়ে দ্রুতগতির এই ফুটবলারের।
আর এতেই যেন কপাল পুড়েছে বার্সেলোনার। আস্তে আস্তে দলটি হারাতে থাকে সব তারকাদের। এমনকি ধরে রাখতে পারেনি লিওনেল মেসি, সুয়ারেজ ও নেইমারদের। তাই তো অনেকদিন হলো কাতালানদের ঘরে নেই বিশেষ কোনো ট্রফি কিংবা সাফল্য।