ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু হয়েছে দুই বছর হতে চললো, কিন্তু বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুদ্ধের ভয়াবহতায় এরইমধ্যে প্রাণ হারিয়েছে অনেকে, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে অসংখ্য মানুষ। দেশের মানুষের এমন পরিণতি আর্সেনাল তারকা আলেক্সান্ডার জিনচেঙ্কোকে ভাবায়। তাই তো বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি জানালেন, রাশিয়ার বিরুদ্ধে দেশের হয়ে যুদ্ধে যেতে যেকোন সময়ে প্রস্তুত তিনি।
দেশের প্রতি জিনচেঙ্কোর অগাধ ভালোবাসার কথা সবারই জানা। যুদ্ধ শুরুর পর থেকেই দেশের পক্ষে বহুবার বিবৃতি দিয়েছেন তিনি। আর্থিক সহায়তাও করছেন। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরইমধ্যে ১ মিলিয়ন ইউরো আর্থিক অনুদান দিয়েছেন তিনি। জিনচেঙ্কো স্বপ্ন দেখেন, দ্রুতই যুদ্ধ শেষ হবে। দেশের মাটিতে তারা হাজারো সমর্থকের সামনে খেলবেন।
আলেক্সান্ডার জিনচেঙ্কো বলেন, ‘আমি আশা করি এবং স্বপ্ন দেখি যে খুব দ্রুতই এই যুদ্ধ শেষ হবে এবং আমরা ইউক্রেনকে ঠিক সেভাবে সাজাতে পারবো যেভাবে আমরা চাই। আমার জাতীয় দলের সতীর্থদের সঙ্গে প্রায়ই আলাপ করি, ভেবো দেখো, যুদ্ধটা শেষ হয়ে গেল। আমরা আমাদের সমর্থকদের সামনে হোম ম্যাচ খেলছি। দেখুন, এই আবেগটা ভাষায় প্রকাশ করা কঠিন।’
জিনচেঙ্কোর ফুটবল ক্যারিয়ার রাশান ঘরোয়া লিগেই শুরু হয়। ২০১৬ সালে তিনি যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। সেখানে অর্ধযুগে জেতেন ৪টি প্রিমিয়ার লিগসহ বেশকিছু ট্রফি। ২০২২ সালে ৩৫ মিলিয়ন ইউরোতে সিটি ছেড়ে আর্সেনালে যোগ দেন এই মিডফিল্ডার।