ফুটবল
এখন মাঠে
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি
দীর্ঘ একমাস পর ইনজুরি কাটিয়ে অবশেষে মায়ামি জার্সিতে মাঠে ফিরছেন লিওনেল মেসি। রোববার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে খেলতে পারেন বিশ্বসেরা এই ফুটবলার। এমনটাই জানিয়েছেন ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস। শুধু তাইনা কনকাকাফে টিকে থাকতে মেক্সিকান ক্লাব মনটেরির বিপক্ষে দ্বিতীয় লেগেও মেসির অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

গুঞ্জনটা ছিল গেল বুধবার কনকাকাফের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মনটেরির বিপক্ষে খেলবেন লিওনেল মেসি। সমর্থকরা অপেক্ষাতেও ছিলেন। কারণ কথাটা বলেছিলেন ইন্টার মায়ামির প্রধান কোচ টাটা মার্টিনো। তবে সে ম্যাচে খেলতে নামেনি লিও। মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামি হারে ২-১ গোলে। এমনকি গেল এক মাসে মেসি না থাকায় মেজর লিগে মায়ামি হারিয়েছে তাদের শীর্ষ স্থানও।

গেল মাসে কনকাকাফে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে চোটে পড়েন এলএমটেন। যদিও মায়ামিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেই মাঠে ছাড়েন এই খুদে জাদুকর। তার চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও। কোপা আমেরিকার আগে নিজেকে পরখ করে নেয়ার সুযোগ হিসেবেই ছিল ম্যাচ দুটি। তবে চোটের এক মাস পর মেসি এখন অনেকটাই ভালোর দিকে। করছেন দলীয় অনুশীলন। ঘাম ঝরাচ্ছেন ফিজিওতেও। তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন দলটির সহকারী কোচ জাভি মোরালেস।

ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস বলেন, 'মেসি প্রতিনিয়তই  ভালোর দিকে এগোচ্ছে। যেমনটা ম্যাচ শেষে টাটা (মায়ামির হেড কোচ) বলেছিল। তারপরও আমরা আরও দেখতে চাই সে কেমন অনুভব করে। এরপর এ বিষয় সম্মিলিত একটা সিদ্ধান্ত নিবো।'

লিগে মায়ামির শীর্ষস্থান ফিরিয়ে আনতে রোববার কলোরাদোর বিপক্ষেই মেসিকে নামাতে চাইছেন কোচ। একই সাথে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মনটেরির বিপক্ষে ম্যাচে মেসির একাদশে থাকাও গুরুত্বপূর্ণ। তবে সবকিছুই নির্ভর করছে খোদ এই আর্জেন্টাইনের উপর। মেসি চাইলেই কেবল তাকে খেলাবে দল।

কোচ আরও বলেন,  'আমরা তার (মেসি) জন্য সেরাটাই করবো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল সবার আগে এই সিদ্ধান্তটাই নিবো। দেখি এরপর কি হয়।

রোববার মেসি মায়ামির হয়ে খেলতে পারলে সেটি আলাদাভাবেই উজ্জীবিত করবে দলকে। একই সাথে বুধবার গুরুপূর্ণ ম্যাচের আগেও নিজেকে পরখ করার সুযোগ পাবেন মেসি।

ইএ