ফুটবল
এখন মাঠে
ইনজুরি কাটিয়ে মাঠে মেসি
দলের হয়ে খেলতে পারেননি চার ম্যাচে, তাতেই লিগের শীর্ষস্থান হারিয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির ওপর এতটাই নির্ভরশীল দলটি! মহাদেশীয় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নামার আগে দলটিতে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন মেসি। দলের সঙ্গে করেছেন অনুশীলনও।

মাসখানেক আগে লিওনেল মেসি সবশেষ মেজর লিগ সকারে যখন খেলেছিলেন তার দল ইন্টার মায়ামি ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। দলটির জন্য যেটি অনেকটাই স্বপ্নের মত ব্যাপার। আগের মৌসুমও লিগ টেবিলের তলানীতে থেকেই শেষ করেছিল গোলাপী জার্সিধারীরা। তবে আর্জেন্টাইন মহাতারকার যোগদানের পর আমূল পাল্টে যায় দৃশ্যপট। প্রথমবার ফাইনাল খেলার স্বাদ পায় দল, প্রথমবার ক্লাবের শোকেসে ওঠে কোন ট্রফি। নতুন মৌসুম শুরু হয় নতুন চেহারায়। বিভিন্ন আসরে শিরোপার অন্যতম দাবিদার দলটি। সবই ওই একজনের কল্যাণে।

লিওনেল মেসির কারণে চেহারা বদলে গেছে মায়ামির, চরম বিরোধী ছাড়া এমন দাবিকে অগ্রাহ্য করবেন না কেউই। মায়ামিতেই খেলছেন লুইস সুয়ারেজ, বুসকেটস, জর্ডি আলবারাও। এমন তারকাদের মেজর লিগ সকার আগেও দেখেছে, মেসিকে দেখেনি কখনোই। তারা থাকার পরও দল কতটা মেসিনির্ভর হয়ে উঠেছে তার প্রমাণ, গেল এক মাসে তিনি না থাকায় দল হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আর্জেন্টাইন মহাতারকা যে চার ম্যাচে খেলেননি সে ম্যাচগুলোতে কেবল চার পয়েন্ট কুড়াতে পেরেছে দল, দু'টোতে হেরেছে বড় ব্যবধানে!

পরিস্থিতি যখন এমন তখন মায়ামি সমর্থকদের জন্য সুখবর। মাঠে ফিরছেন অপরিহার্য লিওনেল মেসি। তাও দলের গুরুত্বপূর্ণ সময়ে। মায়ামির পরবর্তী মিশন কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকোন ক্লাব মনটেরি। এমন একটা ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মেসি, এরচেয়ে স্বস্তির খবর আর কিই বা হতে পারে!

মঙ্গলবার (২ এপ্রিল)র দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ক্ষুদে জাদুকর। প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, মেসিকে তারা পর্যবেক্ষণে রেখেছেন। সবকিছু ঠিক থাকলে মাঠে নামবেন তিনি। তবে সবকিছুই নির্ভর করছে মেসির ওপর।

মেসির ফেরার দিকে দল যেমন তাকিয়ে আছে তেমনি তাকিয়ে আছে গোটা দুনিয়ার সমর্থকরাও। এই অপেক্ষাটা হয়তো ফুরাচ্ছে শীঘ্রই। 

 

ইএ