ফুটবল
এখন মাঠে
0

৭১৪ কোটি টাকায় রিয়ালে খেলবে এনদ্রিক

প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে, আর ঠিক পরের ম্যাচেই স্পেনের বিপক্ষে গোল। আর তাতেই বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে ১৭ বছর বয়সী ক্ষুদে ফুটবলার এনদ্রিক। আগামী জুলাই থেকে ৭শ' কোটি টাকায় রিয়াল মাদ্রিদে খেলতে যাওয়া এই ফুটবলারকে নিয়ে তাই আশার আলো দেখছেন ব্রাজিল ভক্তরা।

৯০ মিনিটের খেলাটায় তো মাঝে মাঝে বিস্ময়ের জন্ম দেয়। সেখানে যুগে যুগে বিস্ময় বালকের আগমন নেহাত আর খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কখনো সবুজ গালিচায় দুরন্ত ছুটে চলা, কখনো কৈশোর না পেরোনো পায়ের জাদুতে মুগ্ধতা দিয়ে তাক লাগিয়ে দেয় এসব বিস্ময় ফুটবল পাগল বালকরা।

ফুটবলের তীর্থভূমি যদি বলা হয় লাতিন আমেরিকাকে। তাহলে সেখানকার বিস্ময় বালকদের কে না চেনে। পেলে কিংবা ম্যারাডোনা বা বর্তমান যুগের মেসি, নেইমাররা। যাদের রক্তে মিশে থাকে ফুটবলের নেশা। সেই মাটি থেকে আরও বিস্ময় বালকের জন্ম হবে এটাই স্বাভাবিক। তেমনি এক বিস্ময় বালক এনদ্রিক, যার পুরো নাম এনদ্রিক ফিলিপে মোরেইরা দে সউসা ফরোয়ার্ড। মাত্র ১৭ বছর বয়সী এই ফুটবলার যখন আরও ছোট ছিলেন তখন কেউ তার নাম জিজ্ঞেস করলে ইচ্ছে করেই নামের শেষে যোগ করে দিতেন ফরোয়ার্ড। কারণ এই ছেলের জীবনের আরেক নামটাই যে ফুটবল।

লাতিন আমেরিকা থেকে উঠে আসা সাড়া জাগানো এমন ফুটবলারদের অধিকাংশেরই পারিবারিক আর্থিক স্বচ্ছলতা ছিল না বললেই চলে। এমনই এক পরিবার থেকেই উঠে আসা এনদ্রিকের গল্পটাও ভিন্ন না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলে সম্প্রতি যে বিপর্যয় যাচ্ছে তাতে যেন এনদ্রিক নামটা এক নতুন আস্থা আর ভরসার প্রতীক হয়ে এসেছে।

ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা এই ক্ষুদে ফুটবলার ইতিমধ্যেই পুরো ফুটবল দুনিয়ার নজর কেড়েছে। শনিবার(২৩ মার্চ) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ প্রীতি ম্যাচে ১-০ গোলে জয়ের ম্যাচের গোলটি এসেছে এই এনদ্রিকের পা থেকে। যা কিনা ১৯৯৪ সালে রোনালদোর পর ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতার নামটাও এখন তার দখলে। আর মঙ্গলবার (২৬ মার্চ) রাতে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে টানা দ্বিতীয় গোলের পর এখন বার্নাব্যুরতো আর তর সইছে না এই ফুটবলারকে কবে তারা পুরোপুরি পাবে।

এনদ্রিক ইতিমধ্যেই নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের ডেরায়। চুক্তি অনুযায়ী ১৮ বছর হলেই জুলাই থেকে নিয়মিত বার্নাব্যু মাতাতে দেখা যাবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। সেই আশায় যখন স্বপ্ন বুনছে রিয়াল ভক্তরা ঠিক তেমনই কোটি ব্রাজিল ভক্তদের আসা এনদ্রিক হয়ে উঠুক ব্রাজিল ফুটবলের পেলে কিংবা রোনালদো।

ইএ