ফুটবল
এখন মাঠে
0

প্রবাসীদের মাঠে গিয়ে খেলা দেখার আহ্ববান ফুটবলারদের

কুয়েতে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের খেলা মাঠে গিয়ে দেখতে প্রবাসীদের প্রতি আহ্ববান জানিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ইতিমধ্যে তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ধন্যবাদ দিয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ। এদিকে সোমবার কুয়েতে প্রথমদিন অনুশীলন করেছে ক্যাবরেরা শিষ্যরা।

প্রাক বাছাইয়ে ফিলিস্তিনের সঙ্গে ম্যাচ খেলতে রোববার কুয়েত পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। সেদিন জামাল-তপুরা জিম সেশন করে দিন পার করলেও পরদিন ঠিকই সেরেছেন মাঠের অনুশীলন।

দেশটিতে প্রথমদিন অনুশীলন করে সেখানকার প্রবাসী বাঙালিদের প্রশংসায় ভাসালেন খেলোয়াড় ও ম্যানেজার।

তপু বর্মণ বলেন, 'এখানে আসার পর প্রবাসীদের কাছ থেকে যে শুভেচ্ছা পেয়েছি তা সত্যিই অসাধারণ। আমরা চাই সকল প্রবাসীরা ২১ তারিখে মাঠে এসে আমাদের উৎসাহ যোগাক। কারণ তাদের সমর্থন আমাদের খুব গুরুত্বপূর্ণ।'

বাংলাদেশের সঙ্গে কুয়েতের আবহাওয়ার পার্থক্য অনেক। কিন্তু দুই সপ্তাহ সৌদিতে আবাসিক ক্যাম্প করে আবহাওয়াকে ফ্যাক্টর মনে করছেন না ক্যাবরেরা শিষ্যরা। এ মুহূর্তে তাদের নজর ম্যাচের দিকেই। তুলনামূলক শক্তিশালী দলটিকে রুখে দেয়ার কৌশলও রপ্ত করছেন তপু-সোহেলরা। ম্যাচে পয়েন্ট নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

সোহেল রানা বলেন, 'সামনের ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো ভালো ফুটবল খেলার।'

ফিলিস্তিনের আক্রমণভাগ বেশ শক্তিশালী। বিগত ম্যাচগুলোতে তারই বহি:প্রকাশ দেখা গেছে। ফিলিস্তিন ম্যাচের জন্য তাই রক্ষণভাগ নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ কোচ।

মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড এখন অব্দি ঘোষণা করেননি কোচ হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায়।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর