ফুটবল
এখন মাঠে
0

সৌদিতে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শেষ

বিশ্বকাপ প্রাক বাছাইয়ে ফিলিস্তিন ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষ হয়েছে বাংলাদেশের। ক্যাম্প শেষে সৌদি থেকে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল।

ফিলিস্তিন ম্যাচকে সামনে রেখে চলতি মাসের প্রথম সপ্তাহে সৌদিতে ক্যাম্প শুরু করে বাংলাদেশ ফুটবল দল। সেখানে থাকা ফুটবলাররা প্রায় প্রতিদিনই কঠোর অনুশীলন করে সময় পার করেছেন। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের জন্য আয়োজিত এ ক্যাম্প শেষ হয়েছে গত শুক্রবার। মধ্যপ্রাচ্যের দেশটিতে দুই সপ্তাহ ট্রেনিং সেশন করে সন্তষ্ট ক্যাবরেরার শিষ্যরা।

গত দুই সপ্তাহের মধ্যে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল টিম বাংলাদেশ। যেখানে কিনা স্কোয়াডের সব ফুটবলারদের পরখ করে দেখেছে টিম ম্যানেজম্যান্ট।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটির সাথে খেলা ম্যাচগুলো দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবলাররা। এ মুহূর্তে তাদের মূল লক্ষ্য বিশ্বকাপ প্রাক বাছাইয়ে ফিলিস্তিনকে রুখে দেয়া।

এদিকে অনুশীলন ক্যাম্প শেষে সৌদি থেকে কুয়েতে পৌঁছেছে জামাল-জিকোরা। ভিসা নিয়ে জটিলতা থাকলেও তা সমাধান হওয়ায় খেলোয়াড়, কোচিং স্টাফসহ টিম ম্যানেজমেন্টের সবাই এখন কুয়েতে অবস্থান করছে। ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচটি হবে ২১ মার্চ।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর