সৌদিতে বাংলাদেশের দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষ হওয়ার পথে। এরই মধ্যে সুদানের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে ক্যাবরেরার দল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করলেও পরবর্তী ম্যাচ ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের দল।
কোনো বাধ্যবাধকতা না থাকায় স্কোয়াডের প্রায় সবাইকে বাঁজিয়ে দেখেছেন কোচ। ফিফা র্যাংকিংয়ের ১২৭ নাম্বারে থাকা দলটির বিপক্ষে ফলাফল পক্ষে না এলেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হাভিয়ের।
হাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘শক্তির বিবেচনায় সুদান আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। কিন্তু আমাদের দলের সবাই লড়াই করেছে। আমি মনে করি, দু’টি ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি আমরা।’
ফিফা বিশ্বকাপের প্রাক বাছাইয়ে আগামী ২১ মার্চ ফিলিস্তিনের মোকাবিলা করবে বাংলাদেশ। সুদানের সাথে দু’টি প্রস্তুতি ম্যাচ সামনের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে কাজে দিবে বলে মনে করেন এই কোচ।
তিনি আরও বলেন, ‘সুদান আর ফিলিস্তিন কাছাকাছি দল। সুদানের বিপক্ষে ম্যাচগুলো ফিলিস্তিন ম্যাচে সহায়ক ভূমিকা রাখবে। এ মুহূর্তে আমরা ভালো অবস্থানে আছি। ২১ মার্চের ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’
ফিলিস্তিন ম্যাচকে সামনে রেখে এ মাসের শুরু থেকেই সৌদি আরবের তায়েফে আবাসিক ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। দুই সপ্তাহের ক্যাম্প শেষ হবে শনিবার। পরদিনই কুয়েতের উদ্দেশ্য উড়াল দেবে জিকো-রাকিবরা। সেখানে ম্যাচ খেলে অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না বাংলাদেশ দলের। ২২ মার্চ দেশে ফিরেই পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। ফিলিস্তিনের বিপক্ষে আগামী ২৬ মার্চ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি খেলবে।