ফুটবল
এখন মাঠে
0

পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অনেক তারকা ফুটবলারের। এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, লুকা মদ্রিচ, টনি ক্রুস, জর্জিনিওর মতো তারকারা। এরই মধ্যে এমবাপ্পের পিএসজি ছাড়ার খবর অনেকটা পাকা হলেও, অনেকের গন্তব্য নিশ্চিত হয়নি।

মৌসুমের মাঝপথেই দলবদল নিয়ে সরগরম ইউরোপিয়ান ক্লাব ফুটবল। মূলত কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার ঘোষণায় আবারো শিরোনামে এই ফরাসি তারকা। ১৮০ মিলিয়ন ইউরো বাজারদরের এমবাপ্পে এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পিএসজিকে। তবে ক্লাবটির জন্য হতাশার বিষয় হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একেবারে ফ্রিতেই তাকে ছাড়তে হচ্ছে। অথচ আগের বছরও রিয়াল মাদ্রিদ ২০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল তার জন্য। এবার আর সময়ের অন্যতম সেরা ফুটবলারের জন্য কোন অর্থ খরচ করতে হচ্ছে না মাদ্রিদিস্তাদেরকে। যদিও এমবাপ্পের উচ্চমূল্যের বেতন ও সাইনিং মানির হিসাবটা মেলাতেই হবে তাদেরকে।

রিয়াল মাদ্রিদে এক যুগ কাটিয়ে দেয়া লুকা মদ্রিচের মেয়াদও শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে। ৩৮ বছর বয়সী ক্রোয়াট তারকা অবশ্য বার্নাব্যু ছেড়ে যেতে চান না কোথাও। ক'দিন আগেই জানিয়েছিলেন, মাদ্রিদ থেকেই ক্লাব ফুটবলকে বিদায় জানাতে চান তিনি। রিয়ালের মতো অবশ্য এখনো জানা যায়নি।

তবে আরেক কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুসের বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্তে পৌঁছে গেছে মাদ্রিদিস্তারা। চলতি মৌসুমে এই জার্মান তারকারও মেয়াদ শেষ হচ্ছে। তবে ৩৪ বছর বয়সী এই তারকার সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী কোচ কার্লো আনচেলত্তি। ক্রুসও থাকতে চান মাদ্রিদেই।

আর্সেনাল মিডফিল্ডার জর্জিনিওর মেয়াদও শেষ হচ্ছে আসন্ন গ্রীষ্মে। গেল মৌসুমের মাঝপথে ১২ মিলিয়ন পাউন্ডে চেলসি ছেড়ে দেড় বছরের চুক্তিতে আর্সেনালে যোগ দেন এই ইতালিয়ান তারকা। তার সঙ্গে গানাররা চুক্তির মেয়াদ বাড়াবে কিনা, সেটি নিশ্চিত নয়। ইংল্যান্ডে থাকতে না পারলে নিজ দেশের ক্লাব নাপোলিতে ফিরে যেতে আগ্রহী জর্জিনিও।

পিএসজি ছেড়ে ২০১৯ সালে য়্যুভেন্তাসে যোগ দেন আদ্রিয়ান র‌্যাবিয়ট। এই ফ্রেঞ্চ মিডফিল্ডারেরও চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে। এরই মধ্যে বিশ্বকাপজয়ী এই তারকাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো। তবে তাকে রেখে দিতে চায় য়্যুভেন্তাস। অংক মিলে গেলে তুরিনেই থেকে যাবেন র‌্যাবিয়টও।

চলতি মৌসুম শেষে মেয়াদ শেষ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনি মার্শাল, লিভারপুলের থিয়াগো ও জোয়েল মাতিপ, রিয়াল বেতিসের গুইদো রদ্রিগেজ, অ্যাতলেটিকো মাদ্রিদের কোকের মতো তারকা ফুটবলারদের।

ইএ