ফুটবল
এখন মাঠে
মেসি'র চেয়েও ধনী ফুটবলার আছে মায়ামিতে!
ইন্টার মায়ামিতে মেসির থেকেও ধনী ফুটবলার আছে। শুনতে অবাক লাগলেও এমনটাই বলছে ইতালিয়ান সংবাদপত্র কোরিয়েরে দেল্লো স্পোর্ট। ইতিলিয়ান এই সংবাদপত্রের তথ্য মতে, মায়ামির সবচেয়ে ধনী ফুটবলার ২৩ বছর বয়সী লিওনার্দো কাম্পানা।

ফুটবলে সম্ভাব্য সবকিছুই জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাঁর ফুটবল ক্যারিয়ারে পূর্ণতা আসে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। ফলে তর্ক সাপেক্ষ অনেকের কাছেই সর্বকালের সেরা ফুটবলারও তিনি। ক্যারিয়ারে অর্জনের পাশাপাশি বাজারদরসহ সম্পদের পরিমাণ বেড়েছে পাল্লা দিয়ে। যা তাকে নিয়ে গেছে বিশ্বের অন্যতম ধনী ফুবলারের তালিকায়।

ইউরোপ পর্ব শেষ করে এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তিনি সেই লিগের বড় তারকা। তবে অর্জনে সবার উপরে হলেও অর্থের দিক দিয়ে মেসির চেয়েও ধনী ফুটলার আছেন ইন্টার মায়ামিতে।

ইতিলিয়ান এক ক্রীড়া সংবাদপত্র জানিয়েছে, লিওনার্দো কাম্পানা নামের ২৩ বছর বয়সী এই ফুটবলের সম্পদের পরিমাণ ১শ' কোটি ইউরোরও বেশি। এর বিপরীতে মেসির বর্তমান সম্পদের পরিমাণ ৫০ কোটি ইউরো।

তারকাখ্যাতি কিংবা অঢেল পারিশ্রমিক পেয়ে সম্পদ গড়েনি ইকুয়েডরের এই ফুটবলার। লাতিন দেশটির বেশ কয়েকটি খাতে কাম্পানার পরিবারে বিনিয়োগ রয়েছে। অর্থনীতির পাশাপাশি খেলাধুলায় এবং রাজনীতিতে কাম্পানার পরিবারের আছে সমৃদ্ধ ইতিহাস।

ইকুয়েডরের এই ফুটবলারের বাবা পাবলো কাম্পানা ছিলেন টেনিস তারকা। পরবর্তীতে হয়েছেন দেশটির মন্ত্রীও। এছাড়া মূলত আবাসন খাত থেকেই বেশিরভাগ সম্পদের পরিমাণ বেড়েছে কাম্পানা পরিবারের। ফলে পারিবারিকভাবেই অঢেল অর্থের মালিক লিওনার্দো।

এমএসআরএস