ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল নিয়ে জটিলতা

চরম নাটকীয় এক ফুটবল ম্যাচ দেখলো দেশের সমর্থকরা। উত্তেজনার পারদ ছড়িয়ে শেষ পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

অতিরিক্ত সময় শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে সমতায় ফিরিয়ে শিরোপা জয়ের আশা জাগিয়ে রেখেছিল ফরোয়ার্ড সাগরিকা। এরপরই শুরু হয় টাইব্রেকার। ১১ শটের টাইব্রেকারেও ড্র হয়। দুই দলের খেলোয়াড়দের চেষ্টা ব্যর্থ হয় ফাইনালের ফলাফল আনতে।

এরপরই লঙ্কান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন টসে শিরোপা ভাগ্য নির্ধারণের। যেখানে জয়ী ঘোষণা করা হয় ভারতকে। তবে এতে আপত্তি জানায় বাংলাদেশ দল। এরই প্রেক্ষাপটে ম্যাচ কমিশনার সিদ্ধান্ত জানান আবার ম্যাচ শুরু করার জন্য। তবে তাতে আপত্তি করে ভারত।

অপেক্ষার পর দীর্ঘ অপেক্ষা হয়। কমলাপুরের স্টেডিয়ামে এভাবে মাঘের রাতে জুনিয়রদের কঠিন পরীক্ষা দিতে হয়। মাঠের ১১ জনের সঙ্গে দলের বাকিদের শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ সামলাতে হয়। কোনো ভুল সিদ্ধান্তে মাথা নুইয়ে হার মানতে নারাজ বাংলার বাঘিনীরা।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে। ঘোষণা হয় চ্যাম্পিয়ন দল। শিরোপা ভাগাভাগি করলো বাংলাদেশ ভারত দুই দল। আনন্দের সীমা নেই বাংলার জুনিয়রদের। সবকিছু ভুলে শিরোপা উদযাপনে মেতে উঠেন তারা।

বিতর্কিত এত বড় ঘটনার দায় এড়িয়ে গেলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ম্যাচ কমিশনারের কাঁধে পুরো দোষ চাপিয়ে দায়মুক্ত করলেন নিজেকে। বলেন, 'প্রশ্নবিদ্ধ করতে চাইলে প্রশ্নবিদ্ধ করতে পারেন। কিন্তু এটা সাফের কোনো বিষয় না। ম্যাচ কমিশনার আলাদা কাজ করে। তাদের সাথে সাফ ইন্টরিফেয়ার করে না। ম্যাচ কমিশনার বা রেফারির কোনো ভুল থাকলে তা সাফের দায়িত্ব না।'

দিনশেষে সমাধান হলেও প্রশ্ন থেকেই যায় নিজেদের জায়গায় সবাই আসলে কতটা দায়িত্বশীল। হোকনা সেটা বয়সভিত্তিক টুর্নামেন্ট তারপরও প্রশ্নবিদ্ধ হলো সাফের কোনো আয়োজন।

এসএস