তৃতীয় ম্যাচ জয়ে সিরিজে এগিয়ে অনূর্ধ্ব-১৯ আফগান দল

সিরিজের তৃতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
সিরিজের তৃতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ছবি: বিসিবি
0

বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও পূর্বের ম্যাচের মতো রান তাড়া করতে ব্যর্থ টাইগার যুবারা। টপ অর্ডারের ব্যর্থতায় আফগানিস্তানের দেয়া ২৫৮ রানের লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ, হেরেছে ৪৭ রানে। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেলো আফগানিস্তান।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চতুর্থ যুব ওয়ানডেতে লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্রুত আউট হওয়া ছয় ব্যাটসম্যানের চারজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

মোহাম্মদ আবদুল্লাহ ও দেবাশীষ সরকারের ১০৮ রানের জুটিতে বাংলাদেশ কিছুটা লড়াই করে। ৬১ বলে ৫১ রান করে নুরিস্তানি ওমরজাইয়ের বলে ক্যাচ আউট হন। ম্যাচ জয়ের আশা শেষ হয়ে গেলেও সেঞ্চুরির দিকে ছুটছিলেন আবদুল্লাহ।

আরও পড়ুন:

তবে খেলা শেষ হওয়ার দুই বল আগে এগিয়ে এসে খেলতে গিয়ে নাজিফউল্লাহ আমিরির বলে স্টাম্পড হন আবদুল্লাহ। ১৬০ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কায় ৯৫ রান করেন তিনি।

এর আগে, আফগানিস্তানের ইনিংসে দাপট দেখান বাংলাদেশি পেসার ইকবাল হোসেন। ৯ দশমিক ৩ ওভারে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫১ রান খরচে নেন ৬ উইকেট। তবে ফয়সাল খানের ১১২ ও উজাইরউল্লাহ নিয়াজাইয়ের ৭২ রানের ইনিংসে ভর করে ২৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় আফগান যুবারা।

এসএইচ