মেসিকে নিয়ে শত কোটি ডলার স্পর্শ করলো মায়ামি

0

৭৪ শতাংশ বাজারদর বেড়েছে ইন্টার মায়ামির

লিওনেল মেসি যোগ দেয়ার এক বছর না পেরুতেই ইন্টার মায়ামির বাজারমূল্য শতকোটি ডলার ছুঁয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাবটির মূল্য এখন ১০২ কোটি মার্কিন ডলার। গত এক বছরে ৭৪ শতাংশ দাম বাড়ায় বাজারমূল্যের দিক দিয়ে এমএলএসে ৩ নম্বরে আছে ক্লাবটি।

এক বছর আগে মেজর সকার লিগের খবর ক'জন রাখতেন। এমএলএসে খেলা ক্লাব ইন্টার মায়ামিকে চিনতেনই বা ক'জন? কারণ সারাবিশ্ব যে বুঁদ হয়ে থাকতো ইউরোপিয়ান ফুটবলে। কিন্ত গেল বছরের জুলাইয়ে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে যোগ দেয়ার পরই যেন দৃশ্যপট পাল্টে গেল এমএলএসের।

বিজ্ঞাপন থেকে শুরু করে সম্প্রচার স্বত্ব। লিগটিতে সবকিছুর মূল্যই চড়া হয়েছে। কারণ একটাই, সেখানে প্রচারের সব আলো কেড়ে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বলার অপেক্ষা রাখে না, গোটা বিশ্ব তথা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের বড় বিজ্ঞাপন মেসি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের পরই আমূল পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। বিশেষ করে তাকে দলে ভিড়িয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইন্টার মায়ামি। মেসি যোগ দেয়ার পরই শিরোপা খরা ঘোচে ক্লাবটির। গেল মৌসুমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে প্রথমবার লিগস কাপের শিরোপা জেতান তিনি। মেসির কারণেই চলতি বছরে মৌসুম শুরু হওয়ার আগে আরও একটি সুখবর পেল ইন্টার মায়ামি। এক বছর না পেরুতেই ক্লাবটির বাজারদর বেড়েছে ৭৪ শতাংশ। ছুঁয়েছে শতকোটি ডলার বাজারমূল্য। এ মূহুর্তে ইন্টার মায়ামি'র মূল্য ১০২ কোটি ডলার। অর্থাৎ গড় হিসেব করলে ৭০০ মিলিয়ন ডলারের কাছাকাছি দাম বেড়েছে ক্লাবটির।

এক বছর আগে বাজারমূল্যের দিক দিয়ে এমএলএসের ২৯ ক্লাবের মধ্যে মায়ামির অবস্থান ছিল ১০ নম্বরে। মেসির যোগ দেয়ায় হু হু করে দর বেড়ে মায়ামি এখন মেজর সকার লিগের তৃতীয় দামি ক্লাব। তাদের চেয়ে ৩ কোটি ডলার বেশি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আটলান্টা ইউনাইটেড । আর ১১৫ কোটি নিয়ে শীর্ষে রয়েছে লস অ্যাঞ্জেলেস এফসি। অর্থাৎ প্রথম দুই ক্লাবের সাথে মায়ামির বাজারমূল্যের পার্থক্যটা তেমন বেশি নয়। বলা যেতে পারে, আর্থিক বাজারের দিক দিয়ে তাদের টপকে যাওয়া মিয়ামির জন্য সময়ের ব্যাপার মাত্র।

এবছর মেসিদের নতুন মৌসুম শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি।

এসএসএস