গেল বছর ম্যানসিটিকে ট্রেবল জেতাতে রেখেছেন অবদান। বছর শেষ করেছেন ৫০টি গোল করে। তাই চলতি বছর ফিফা দ্য বেস্ট প্লেয়ারের খেতাব পাওয়ার রেসে ছিলেন আর্লিং হ্যালান্ড।
ধারণা করা হচ্ছিলো, ম্যানসিটির এই তারকা জিতবেন সেই পুরস্কার। কিন্তু অ্যাওয়ার্ড নাইটে হতাশ হতে হয়েছিল হ্যালান্ড ভক্তদের। ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার না জিতলেও এবার গ্লোব সকার অ্যাওয়ার্ড ঠিকই জিতে নিলেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
সেরা হওয়ার লড়াইয়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ গেল মৌসুমে তার গোল সংখ্যা ছিলো ৫৪টি। ফলে পুরস্কার পাওয়ার দাবিদার ছিলেন তিনিও। তবে দলীয় পারফরম্যান্সে এগিয়ে থাকায় এবার সেই পুরস্কার হ্যালান্ড পেলেন।
রোনালদো প্রথম পুরস্কারটি না পেলেও তিনটি অ্যাওয়ার্ড পেয়েছেন। মধ্যপ্রাচ্যের সেরা সর্বোচ্চ গোলের জন্য ম্যারাডোনা পুরস্কার এবং সমর্থকদের ভোটে বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সিআর সেভেন। বলা যেতে পারে, গ্লোব সকার অ্যাওয়ার্ড পাওয়া তার জন্য নিয়মে পরিণত হয়েছে। কারণ ১৩ বারের মধ্যে ৬ বারই সেরা হয়েছেন রোনালদো।
এদিকে গ্লোব সকারে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহাম। আর বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ম্যানচস্টোর সিটি তারকা এডারসন। আর ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন।