ফুটবল
এখন মাঠে
0

সুপার কাপের ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

শাহনুর শাকিব

আবারও একবার এল ক্ল্যাসিকোর স্বাক্ষী হতে যাচ্ছে ফুটবল দুনিয়া। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সৌদি আরবে দ্বিতীয় সেমিফাইনালে ওসুসানাকে ২-০ গোল হারিয়ে ফাইনালে উঠেছে কাতালান ক্লাব বার্সালোনা।

সম্প্রতিক বছরগুলোতে ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপসহ একাধিক বিগ ম্যাচ আয়োজন করে আসছে সৌদি আরব। সবশেষে সৌদিতে আয়োজিত সুপার কাপে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। যেখানে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে পরাজিত করে জাভির ছাত্ররা।

এল ক্ল্যাসিকো মানেই গোটা ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। যদিও মেসি-রোনালদো স্পেন ছাড়ার পর সেই উত্তেজনায় অনেকটা ভাটা পড়েছে। তবুও স্পেনের শেষ্ঠত্ব অর্জনে একবিন্দু ছাড় দিতে নারাজ দু'পক্ষ।

বুধবার (১০ জানুয়ারি) নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা। এর একদিন পরই বার্সেলোনাও হাঁটলো রিয়ালের দেখানো পথে। যদিও দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধ ছিল নিষ্প্রভ।

তবে দ্বিতীয়ার্ধেই নিজেদের ফিরে পেতে শুরু করে বার্সেলোনা। ম্যাচের ৫৯ গুন্দোয়ানের পাস থেকে ওসাসুনার জালে প্রথম গোলটি দেন লেভানডস্কি। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ করে রাফিনহা, তোরেসরা। তবে রাফিনহার বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময় ব্যবধান ২-০ করেন লামিন ইয়ামাল। একই সাথে স্প্যানিশ সুপার কাপের সবচেয়ে কম বয়সী হিসেবে গোল করার রেকর্ড গড়েন তিনি।

ফলে ২-০ তে ওসাসুনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জাভি শিষ্যরা। এখন পর্যন্ত স্প্যানিশ কাপ ৩১ বার জিতে সবচেয়ে সফল বার্সেলোনা। এই সংখ্যাটা আরও বাড়ানোর সুযোগ বার্সার সামনে।

এসএস