ফুটবল
এখন মাঠে
0

সৌদিতে দুই মাদ্রিদের লড়াইয়ে জয় রিয়েলের

সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপে রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বিতে জয় তুলে নিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকোকে তারা হারিয়েছে ৫-৩ গোলে। অন্যদিকে লিগ কাপের সেমিফাইনালে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।

সৌদি আরবের রিয়াদে গতকালের রাতটা ছিল বিশেষ কিছু। কিং সৌদ স্টেডিয়ামে মুখোমুখি দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইটা মনে রাখার মতোই হয়েছে।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লড়াই। তাই 'কেউ কাহারে নাহি ছাড়ে' সমানে সমান পরিস্থিতি। একবার রিয়াল এগিয়ে যায় তো অন্যবার অ্যাতলেটিকো। মাদ্রিদের দু'টো দল যেন রীতিমত যুদ্ধে নেমেছে। ফলে গোলবন্যাও বয়েছে।

ম্যাচের শুরুতেই লিড নেয় অ্যাতলেটিকো। ২০ মিনিটে সে গোল শোধ করে রিয়াল। কিছুক্ষণ পর মেন্ডির গোলে এগিয়ে যায় আনচেলত্তির দল। ১০ মিনিটের আগেই গ্রিজম্যানের রেকর্ড গোলে আবারও সমতা। ম্যাচের প্রথমার্ধেই স্কোরবোর্ডে ৪ গোল।

দ্বিতীয়ার্ধে রিয়ালের রুডিগারের আত্মঘাতী গোল শোধ করেন দানি কারভাহাল। ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। তবে সেখানে আর লড়াই চালিয়ে যেতে পারেনি সিমিওনের দল। জোসেলু আর ব্রাহিম ডায়াজ রিয়াল মাদ্রিদকে তুলে নেন ফাইনালে।

অন্যদিকে ইংলিশ লিগ কাপেও দারুণ এক ম্যাচ দেখেছেন ফুটবলপ্রেমীরা। ফুলহ্যামের সঙ্গে জমজমাট লড়াই শেষে জয় তুলে নিয়েছে লিভারপুল।

যদিও নিজের সেরা একাদশ নামাতে পারেননি অলরেড বস ইয়ুর্গেন ক্লপ। রক্ষণে ট্রেন্ট আলেক্সান্ডার নেই, ফরোয়ার্ড লাইনে নেই মোহাম্মদ সালাহ। এ সুযোগ নিয়ে ম্যাচের শুরুতেই লিড নেয় ফুলহ্যাম। প্রথমার্ধের পুরোটা সময় লিড ধরেও রাখে তারা। তবে দ্বিতীয়ার্ধে ডারউইন নুনেজ আর কোডি গ্যাকপোকে মাঠে নামিয়ে ম্যাচের চেহারা পাল্টে দেন ক্লপ। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসেন জোনস আর গ্যাকপো। অ্যানফিল্ডে টানা ১৬ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয় নিশ্চয়ই ক্লপবাহিনীর আত্মবিশ্বাস বাড়াবে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর