ম্যানচেস্টার ইউনাইটেড কিনলেন র‌্যাটক্লিফ

0

১০৩ কোটি পাউন্ডে ম্যানইউ কিনলেন ব্রিটিশ ধনকুবের স্যার র‌্যাটক্লিফ।

এছাড়া স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নে আরও ২৩ কোটি ৬০ লাখ পাউন্ড ক্লাবটিতে বিনিয়োগ করবেন তিনি। লক্ষ্য ক্লাবের পুরনো ঐহিত্য ফিরিয়ে আনা।

দীর্ঘদিন ধরেই ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার প্রস্তাব দিয়ে আসেছিলেন স্যার জিম র‍্যাটক্লিফ। এরমাঝে বেশ কয়েকবার নিলামেও দর হাকান ব্রিটিশ এই ধনকুবের। তবে বরাবরই শেষ মুহূর্তে ক্লাব বিক্রি থেকে সরে দাঁড়ান ইউনাইটেডের বর্তমান মালিক গ্লেজার পরিবার।

অবশেষে ছোটবেলার প্রিয় ক্লাবটির মালিকানা স্বত্ব পেতে যাচ্ছেন বিশ্বের অন্যতম রাসায়নিক কোম্পানি ইনেওসের মালিক র‌্যাটক্লিফ। রেড ডেভিলদের ২৫ শতাংশ মালিকানা পেতে র‌্যাটক্লিফের খরচ করতে হয়েছে ১০৩ কোটি পাউন্ড। এমনকি ওল্ড ট্রাফোর্ড এর অবকাঠামো উন্নয়নে আরও ২৩ কোটি ৬০ লাখ পাউন্ড বিনিয়োগের কথা বলেন। চুক্তি অনুযায়ী ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ নেবে তার প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড।

ম্যান উইনাইটেডের মালিকানা বুঝে পেলে ক্লাবটির হারানো সাফল্য ফিরিয়ে আনতে সবটুকু নিংড়ে দেয়ার কথা উল্লেখ করেন র‌্যাটক্লিফ। এরআগে ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে ইউনাইটেডের মালিকানা কিনে নেয় যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার।

এরপরের এক দশকে ক্লাবটি জিতেছে ইউরোপের সম্ভাব্য সব ট্রফি। মূলত স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাবের দায়িত্ব ছাড়ার পর থেকেই শুরু হয় বেহাল দশা। সবশেষ ২০১২ সালে ম্যান ইউনাইটেড জেতে প্রিমিয়ার লিগ শিরোপা। এমনকি গত ৬ বছরে জিতেছে মাত্র একটি ট্রফি।

এরপরই ভক্তদের রোষানলে পরে রেড ডেভিলদের মালিক গ্লেজার পরিবার। ফলে, গত বছরের নভেম্বরে প্রথমবার মালিকানা বিক্রির কথা জানায় তারা। এরপর একাধিকবার হয়েছে নিলাম। তখন ইউনাইটেড কিনে নিতে কয়েক দফা প্রস্তাব দিয়েছিলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। যেখানে ক্লাবের শতভাগ কিনতে ৫শ' কোটি পাউন্ডের বেশি দাম হাকলেও গ্লেজার পরিবার পুরো মালিকানা বিক্রিতে সম্মতি দেয়নি।

চলতি মৌসুমেও খুব একটা ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাউটেড। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ থেকে এরইমধ্যে ছিটকে গেছে ক্লাবটি। প্রিমিয়ার লিগে আছে পয়েন্ট তালিকার নয়ে। এখন দেখার বিষয় নতুন মালিকানায় কতটুকু বদলায় বিশ্বের জনপ্রিয় এই ক্লাবটি।