রাতভর উত্তেজনা আর উন্মাদনায় বিভোর সমর্থকরা। শিরোপার লড়াইয়ের আগেও পদে পদে রোমাঞ্চ ছড়ানো ম্যাচের জন্যই তো ভক্তদের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সমাপ্তিতে রোমাঞ্চকর এক রাতের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা।
একদিকে জায়ান্ট দল ম্যানসিটি, বার্সেলোনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পৌঁছানোর লড়াই। অন্যদিকে এমবাপ্পে, মার্কুইনহোসদের শেষ ষোলো নিশ্চিতের চ্যালেঞ্জ।
সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে লিগে সফল গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২০২১-২২ মৌসুমে লিভারপুলের পর দ্বিতীয় ইংলিশ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জয়ের কৃতিত্ব দেখিয়েছে সিটিজেনরা। চলতি আসরে শতভাগ সাফল্যের সঙ্গে গ্রুপ পর্ব শেষ করেছে স্পেনের জায়ান্ট দল রিয়াল মাদ্রিদও।
বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অন্যথায় অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে পরের গ্রুপে যাওয়া নিয়ে শঙ্কা। এমন সম্ভাবনা আর শঙ্কার দোলাচলে মাঠে নেমে দারুণ শুরু করে পিএসজি।
তবে শুরুর ধারাটা অব্যাহত রাখতে পারেনি এমবাপ্পেরা। বিরতির পরই গোল খেয়ে বসে দলটি। খুব দ্রুত সমতায় ফিরলেও জয়সূচক গোল করেতে পারেনি লুইস এনরিকের দল।
তবে ভাগ্য সহায়তায় এসি মিলান ও নিউক্যাসেল ইউনাইটেড ম্যাচের ফল পক্ষে আসায় নক আউট পর্বে খেলার সুযোগ মিলেছে প্যারিসের দলটির। আর ১-১ গোলে ড্র হওয়াতে বরুশিয়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।
এদিকে পরের পর্বে খেলা আগেই নিশ্চিত ছিল বার্সেলোনার। তারপরও গ্রুপ পর্বে সেরা হতে আগেই বিদায় ঘণ্টা বাজা রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সা। তবে তেমন কোনো চমক দেখাতে পারেনি দলটি।
উল্টো শুরুতেই গোল হজম করে জাভির দল। শেষ বাঁশি বাজা পর্যন্ত ম্যাচে আরও চারটি গোল হলেও হার নিয়ে মাঠ ছাড়েন ফেরেন টরেস, লেভানডস্কিরা। ৩-২ ব্যবধানে হারের পরও পয়েন্ট আর খেলার নিয়মের হিসেবে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েছে স্পেনের দলটি।
এছাড়াও শেষ ষোলোর টিকিট কেটেছে বায়ার্ন মিউনিখ, এফসি কোপেনহেগেন, আর্সেনাল, নাপোলি, রিয়াল সোসিয়েদাদ, ইন্টার মিলান। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাউন্ড অব সিক্সটিনের ড্র।