ইউসিএল: রাতে মাঠে নামছে বার্সেলোনাসহ বড় দলগুলো

বার্সেলোনার তিনজন খেলোয়াড়
বার্সেলোনার তিনজন খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসেএল) ম্যাচে ঘরের মাঠে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসকে আতিথ্য দেবে বার্সেলোনা। এছাড়া রাতে পিএসজি, আর্সেনালের মতো বড় দলগুলোও মাঠে নামছে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে।

বার্সা ছাড়াও রাতে মাঠে নামছে বেশকিছু বড় ক্লাব। এমির‌্যাটস স্টেডিয়ামে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে মিকেল আর্তেতার আর্সেনাল। 

আরও পড়ুন:

এছাড়া বে এরেনায় পিএসজির বিপক্ষে লড়বে বায়ার লেভারকুসেন। নিউক্যাসেলের মাঠে ক্লাবটির বিপেক্ষ মাঠে নামবে পর্তুগীজ ক্লাব বেনফিকা। পিএসফভির ঘরের মাঠে আতিথ্য নেবে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। 

এদিকে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামতে পুরোপুরি প্রস্তুত পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। সবগুলো ম্যাচ শুরু হবে আজ দিবাগত রাত ১টায়।

এসএইচ