সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জয়বঞ্চিত হয়েছে বাংলাদেশ। যার মধ্যে অন্যতম বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননের বিপক্ষে ম্যাচ।
ফুটবলে শক্তির বিবেচনায় বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। তবে, পিছিয়ে পড়েও লেবাননকে রুখে দিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। এজন্য জামাল ভূঁইয়ারা সাবেকদের প্রশংসা পাচ্ছেন। কিন্তু ম্যাচ না জেতায় আক্ষেপও আছে তাদের।
ম্যাচটিতে দুর্দান্ত একটি গোল করে সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন মোরসালিন। কিন্তু তরুণ এই ফরোয়ার্ড কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। যেগুলো কাজে লাগালে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারতো। একাধিক মিস করলেও সাবেকদের পাশে পাচ্ছেন এই তারকা। তারা বলছেন, গোল মিস খেলারই একটা অংশ।
আর ম্যাচ জিততে জাতীয় দলের জন্য একজন দক্ষ ফিনিশার তৈরির তাগিদ দিয়েছেন সাবেক ফুটবলাররা।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আরো চার ম্যাচ বাকি বাংলাদেশের। পরবর্তী ম্যাচ ২০২৪ সালে ২১ মার্চ। অর্থাৎ কোচ ক্যাবরেরারের হাতে আছে প্রায় ৪ মাস সময়। এর মধ্যে স্ট্রাইকার সংকট নিরসন করতে পারবেন কিনা সেটাই বড় চ্যালেঞ্চ স্প্যানিশ কোচের সামনে।