শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বেশ বেকায়দায় ভারত। পশ্চিমবঙ্গে হঠাৎ করেই বৃদ্ধি পাচ্ছে নিপাহ ভাইরাসের সংক্রমণ।
এই পরিস্থিতিতে প্রায় ১০০ জনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সংক্রমণ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০ দলের এই মেগা ইভেন্ট, যেখানে অংশ নিতে আসবেন বিভিন্ন দেশের ক্রিকেটার, কর্মকর্তা ও হাজারো সমর্থক।
আরও পড়ুন:
নিপাহ ভাইরাস একটি বাদুড়-বাহিত রোগ, যার মৃত্যুহার কিছু ক্ষেত্রে ৪৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা বাড়ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে উদ্বেগজনক হারে বাড়ছে নিপাহর সংক্রমণ। এশিয়ান দেশগুলোর টুরিস্টদের যেতে হচ্ছে স্ক্রিনিং টেস্টের মধ্য দিয়ে।
এরমধ্যেই বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে আরও বিতর্ক। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে যেতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডও এখনো অংশগ্রহণ নিয়ে জানায়নি চূড়ান্ত সিদ্ধান্ত।
সব মিলিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আদৌ পরিকল্পনা অনুযায়ী আয়োজন করা যাবে কি না, তা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন!





