বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে সমালোচনার মুখে আইসিসি, নিরপেক্ষতা ‘প্রশ্নবিদ্ধ’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল; আইসিসির লোগো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল; আইসিসির লোগো | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটাররা সরাসরিই প্রশ্ন তুলেছেন আইসিসির নিরপেক্ষতা নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেও এসেছে ক্ষুব্ধ এক প্রতিক্রিয়া। ক্রিকেট বিষয়ক গণমাধ্যমে প্রশ্ন এসেছে আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে।

২১ দিনের আলোচনা আর ব্যাপক বিতর্কের পর অবশেষে বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার আপত্তিকে অগ্রাহ্য করেই বৈশ্বিক আসর আয়োজনের ভাবনায় সংস্থাটি। তবে, এমন সিদ্ধান্তে সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক আর গণমাধ্যমের তোপের মুখে পড়েছে তারা।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির সঙ্গে উপমহাদেশের ক্রিকেটের সখ্যতা বেশ আগের। আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন তিনি।

ভারতের বেলায় নিরাপত্তা শঙ্কা আমলে নেয়া হলেও বাংলাদেশের জন্য কেন তা উপেক্ষিত সেই প্রশ্নের জবাব খুঁজছেন সাবেক এই পেসার। একই মন্তব্য আরেক সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির। আইসিসির সিদ্ধান্তে হতাশা সাবেক এই অলরাউন্ডারের।

আরও পড়ুন:

এছাড়া বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভী। জানিয়েছেন, তার দেশেরও বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়েছে।

মহসিন নাকভী বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও এটাই বলেছি, আপনারা দ্বিচারিতা করতে পারেন না। এক দেশের জন্য আপনারা যখন যেভাবে খুশি সিদ্ধান্ত নিয়ে নেন, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত নেন—এটা ঠিক নয়।’

এছাড়া ক্রিকেট বিশ্বের অন্যতম প্রভাবশালী ম্যাগাজিন উইজডেন প্রশ্ন তুলেছে আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা কেন আইসিসির কাছে গ্রাহ্য হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছে উইজডেন।

এসএইচ