ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চুক্তি

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চুক্তি স্বাক্ষর | ছবি: সংগৃহীত
0

ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সাউথ আফ্রিকা। পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দুই বোর্ডের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ (শুক্রবার, ২৩ জনুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে এমওইউতে স্বাক্ষর করেন বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও ফোলেভসি মোসেকি।

আরও পড়ুন:

এ চুক্তির আওতায় উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা প্রিটোরিয়ায় সিএসএ-এর সেন্টার অব এক্সিলেন্সে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি কোচিং উন্নয়ন, আম্পায়ার ও পিচ কিউরেটর প্রশিক্ষণ এবং নারী-পুরুষ দলের দ্বিপাক্ষিক সফর বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এফএস