টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
1

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে শঙ্কা বাড়ছেই। কিছুদিন আগেও এ প্রসঙ্গে মূল প্রশ্ন ছিল বাংলাদেশ দল ভারতে যাবে কিনা। তবে সাম্প্রতিক নানা পরিস্থিতি মিলিয়ে প্রশ্নটা উঠেছে টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই।

রোববার রাতে ইএসপিএন ক্রিকইনফো ও বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়েছিল- ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যাবে কি না, তা আগামী বুধবার অর্থাৎ ২১ জানুয়ারির মাঝে জানাতে বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি।

আরও পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, বাংলাদেশ না গেলে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হতে পারে। তবে বিকেলেই এমন দাবি নাকচ করে বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

সূত্র জানিয়েছে, নিরাপত্তা সংকটের কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে আগের মতোই অটল বিসিবি। তবে এ বিষয়ে বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বেশ কিছু সূত্র।

এএইচ