সিলেটে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় রংপুর রাইডার্স। দলীয় সংগ্রহ ১০ না পেরোতেই নাসুম আহমেদ এবং শরীফুল ইসলামের শিকার হন দুই ওপেনার।
তাওহীদ যোগ করেন ৪ রান আর শূন্য রানে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স। এ দিন দলের বিপদে বড় সংগ্রহ গড়তে পারেননি লিটন দাস, ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ’র মতো ব্যাটাররা। এতে মাত্র ৯৬ রানেই ৯ উইকেট হারালেও শেষ পর্যন্ত ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর শিবির।
আরও পড়ুন:
পরে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ বলে ৫২ রান ও তৌফিক খানের ২২ বলে ৩৩ রানের ইনিংস সিলেটের জয়ের পথ সুগম করে। তৌফিক আউট হয়ে ফিরলেও শেষ পর্যন্ত মাঠে ছিলেন ইমন। এ ম্যাচে আরিফুল ইসলাম ও আফিফ সংগ্রহ করেন যথাক্রমে ২১ ও ১২ রান।
শেষ পর্যন্ত ২ ওভার ৩ বল ও ৬ উইকেট হতে রেখেই রংপুরের দেয়া ১১৪ রানের সহজ লক্ষ্য পেরিয়ে যায় সিলেট। ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাসুম আহমেদ।





