ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চয়তায় এসজির সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের চুক্তি

এসজির স্পন্সর করা ব্যাট
এসজির স্পন্সর করা ব্যাট | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেট নিয়ে চলমান ঘটনাপ্রবাহের মাঝে ভারতীয় প্রতিষ্ঠান এসজির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের চুক্তি অনিশ্চয়তার মাঝে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের একাধিক ক্রিকেটারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিল ভারতের প্রতিষ্ঠান এসজির।

আরও পড়ুন:

তবে দুই দেশের চলমান সংকটের মাঝে লিটন দাস এবং মুমিনুল হকের মতো ক্রিকেটারদের সঙ্গে এসজি চুক্তি নবায়ণ করবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

গেল বছরই আরেক প্রতিষ্ঠান এসএস বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে সব চুক্তি স্থগিত করে। বর্তমানে এসজির সঙ্গে চুক্তি বাকি আছে ক্রিকেটারদের। তবে গণমাধ্যমের দাবি, এ মুহূর্তে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ণ অনিশ্চয়তার মাঝে পড়েছে।

এসএইচ