বিশ্বকাপের ভেন্যু স্থানান্তর ইস্যুতে আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল | ছবি: এখন টিভি
0

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু স্থানান্তরে আইসিসির কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি বিসিবি। তবে নিজেদের দিক থেকে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে তামিম ইস্যুতেও নিজের মতামত জানিয়েছেন বিসিবি সভাপতি।

পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই শক্ত অবস্থানে বিসিবি। যে দেশ একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না, সেই দেশে পুরো বাংলাদেশ দল কতটা নিরাপদ সে প্রশ্ন তুলে আইসিসির কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন করে বিসিবি।

আইসিসির কাছে প্রথম দফায় চিঠি পাঠানোর পর বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছিল টুর্নামেন্ট সংশ্লিষ্টরা। সেটি না মেনে দ্বিতীয় দফায়ও আইসিসির কাছে চিঠি পাঠায় বিসিবি।

সিলেটে স্কুল ক্রিকেট উদ্বোধনের অনুষ্ঠানে বিসিবি প্রধান জানান, আইসিসি এখনও চিঠির উত্তর দেয়নি—আশা করা হচ্ছে শিগগিরই জবাব পাবে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘না আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। যতগুলো লিংক বা অ্যাটাচমেন্ট, তথ্য দেয়ার দরকার তার সবগুলো আমরা দিয়েছি। আমরা ওয়েট করছি তাদের জবাবের জন্য। দেখি আইসিসি আমাদের কী জানায়।

এছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে নিজেদের সবশেষ অবস্থানও পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি।

আরও পড়ুন:

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ভারতের কাছে অন্য ভেন্যু তো ভারতই! আমরা যে অবস্থানে ছিলাম সেখানেই এখনও আছি।’

এদিকে, বিশ্বকাপে অংশ নেয়া প্রসঙ্গে তামিম ইকবালের করা মন্তব্যের বিপরীতে তাকে ভারতের দালাল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন এক বিসিবি পরিচালক। এ প্রসঙ্গেও কথা বলেন বুলবুল।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একজন জাতীয় দলের অধিনায়ক যেভাবে আমরা দেখেছি ও যেভাবে সে পারফরমেন্স করেছে, তাকে নিয়ে এভাবে মন্তব্য করার আগে চিন্তা করা উচিত ছিল।’

মাঠের ভেতরের চেয়ে বাইরের নানা ঘটনা নিয়েই বেশি ব্যস্ত দেশের ক্রিকেট। শেষ পর্যন্ত সরকারের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি।

এএম