‘বিসিবি পরিচালক হিসেবে ক্রিকেটারদের নিয়ে ‘বেফাঁস’ মন্তব্যে বোর্ডের নাম ক্ষুণ্ন হচ্ছে’

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম
ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যকে ঘিরে সরগরম ক্রিকেটপাড়া। দায়িত্বশীল পদে থেকে একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন না বলে মনে করছেন সাবেক বিসিবি পরিচালক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। তিনি জানান এসব পরিচালকদের জন্য বর্তমান বোর্ডের নাম আরও ক্ষুণ্ন হচ্ছে।

‘আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটাতে বাংলাদেশের ক্রিকেটের ভালো হবে, আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে।’—ভারতে ক্রিকেট খেলতে যাওয়া-না যাওয়া ইস্যুতে এভাবেই নিজের চিন্তা-ভাবনার কথা জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

এরপরই এ বিষয়টিকে টেনে বিসিবির এক পরিচালক তামিমকে নিয়ে মন্তব্য করেছেন। যা নিয়ে ক্রিকেটপাড়ায় তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

তামিমকে নিয়ে ওই পরিচালকের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা তামিমের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন। শুধু ক্রিকেটাররাই না, সাবেক বিসিবি পরিচালক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু মনে করছেন, এমন বেফাঁস মন্তব্য কখনই কাম্য নয়। দায়িত্বে থেকে এমন আচরণ বিসিবিকেই প্রশ্নবিদ্ধ করছে।

আরও পড়ুন:

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের একজন জাতীয় দলের ক্রিকেটার সে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাকে যেভাবে অপমান করা হয়েছে, তা দৃষ্টিকটু। বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বেফাঁস কথা বলেছে, আমি বলবো। ওনার এ ধরনের কমেন্টস করা উচিত নয়।’

এ ক্রীড়া সংগঠকের মতে বিসিবি তার নিজের দোষ ঢাকতে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ড করছে যা বোর্ড ও ক্রিকেটের জন্য অশনীসংকেত।

রফিকুল ইসলাম বলেন, ‘বিসিবি পরিচালকদের কোড অব কন্ডাক্ট আছে, তারা সেটা মেনে চললেই হয়। তারা বেফাঁস কথা বলে কিন্তু বিসিবিকেই বিপদে ফেলছে।’

বিসিবি নির্বাচনের ‘কারচুপি’ ঢাকার অপচেষ্টা হিসেবে এবং মিডিয়া কাভারেজ পেতে পরিচালকরা এমন বেফাঁস কথা বলছে বলেও তার কথায় তুলে ধরেন এ ক্রীড়া সংগঠক।

নতুন বোর্ড তৈরি হওয়ার পর ক্রিকেটার ও বোর্ডের কর্মকর্তাদের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব। রফিকুল ইসলাস বাবু মনে করছেন, এমন পরিস্থিতি দেশের ক্রিকেটকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।

এসএইচ