ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৪ ওভার ২ বলে সবকটি উইকেট হারায় নোয়াখালী, রান সংগ্রহ দাঁড়ায় ৬১। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন ১৬ বলে ১৮ রান।
আরও পড়ুন:
বাকি কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন সিলেটের নাসুম আহমেদ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারায় টাইটান্স। ১ রান করে আউট হন পারভেজ ইমন। তবে তাউফিক খান ও জাকির হাসান মিলে অর্ধশতশক তুলে দলের জয়ের পথ সুগম করেন।
এরপর আরও ৩ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি সিলেটের। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন তাউফিক।





