‘জাতীয় দলের অনেক খেলোয়াড় গত ২-৩ বছরের পারফরম্যান্সে আমার ধারেকাছে নেই’

মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ | ছবি: এখন টিভি
0

গত ২-৩ বছরের পারফরম্যান্সে জাতীয় দলের অনেক খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের ধারেকাছে নেই বলে দাবি করেছেন তিনি নিজেই। গতকাল (শুক্রবার, ২ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেটের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন রিয়াদ।

বিপিএলে ঠিক একদিন আগে জয়ের জন্য ১ বলে প্রয়োজন ছিল ১ রান, যা নিতে না পেরে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে পরদিনই অভিজ্ঞ এ ব্যাটার খেললেন ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস। সিলেটে ঝড় তুলে কঠিন ম্যাচ সহজ করে জেতালেন দলকে।

ম্যাচ জেতানোর পর দুইদিন দুই পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে যেন কিছুটা দার্শনিকই হয়ে গেলেন রিয়াদ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে বিষয়টি কতটা সহজ বা কঠিন, সে প্রসঙ্গেও নিজের মতামত দিলেন তিনি।

রংপুর রাইডার্স ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এক বলে এক রান ইজ ভেরি ইজি টু সে বাট ডেলিভার করতে পারা না পারা, অনেক সময় হয় অনেক সময় হয় না।’

দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের তালিকা করলে সেখানে ওপরের দিকেই থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সেই তাকেই চলমান বিপিএলের নিলামে প্রথম ডাকে কেনেনি কোনো দল। যা নিয়ে অবাক হয়েছিলেন এ ক্রিকেটার।

আরও পড়ুন:

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আই ওয়াজ ভেরি শকড। লাস্ট টু অর থ্রি ইয়ার্স ইফ ইউ গেট পারফর্মমেন্স ডাটা আই থিঙ্ক প্রব্যাবলি ন্যাশনাল প্লেয়ার ওয়াজ নট ইন নিয়ার মাই স্ট্যান্ড।’

এদিন অবশ্য সিলেট টাইটান্সের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন দীর্ঘ হয়নি। দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরির আপত্তিকর মন্তব্যের জেরে সংবাদ সম্মেলন বয়কট করেন সংবাদকর্মীদের একাংশ। যা নিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েন সিলেটের অধিনায়ক মিরাজ।

সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘বেসিকেলি জিনিসটি হলো ম্যাচ যেহেতু স্টার্ট হয়েছিলো তার আগেই এ জিনিসটি ঘটেছে। আমি সম্পূর্ণটাই অবগত ছিলাম না। যেহেতু খেলা শেষ হয়েছে তিনি একজন উপদেষ্টা সম্মানীয় মানুষ। অবশ্যই আমি চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য।’

এফএস