নামিবিয়া জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হলেন গ্যারি কিরস্টেন

গ্যারি কিরস্টেন
গ্যারি কিরস্টেন | ছবি: সংগৃহীত
0

নামিবিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে গ্যারি কিরস্টেনকে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নিতে দলটির প্রধান কোচ ক্রেগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন এ দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেট তারকা।

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটারদের একজন কিরস্টেন। ১৯৯৩ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পর ২০০৪ সালে তিনি অবসর নেন। অবসরের পর নিজেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত করেন এ প্রোটিয়া।

আরও পড়ুন:

কেপ টাউনের একটি ক্রিকেট একাডেমির সঙ্গে কোচিংয়ের মাধ্যমে তিনি কোচ হিসেবে কাজ শুরু করেন। পরে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন কিরস্টেন। ভারতের কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তার।

২০২৪ সালে সর্বশেষ গ্যারি কিরস্টেন পাকিস্তান পুরুষ দলের হয়ে নিয়োগ পেয়েছিলেন। তবে সেটি ছিল তার খন্ডকালীন চাকরি।

এসএইচ