সিরিজের ১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৯ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আয়ারল্যান্ড। ম্যাচটিতে ব্যাট হাতে স্বাগতিক দলের ব্যাটারদের পারফরম্যান্স ছিল মলিন। টপ অর্ডারে তানজিদ তামিম ও ইমনের পর মিডল অর্ডারে হতাশ করেন অধিনায়ক লিটন ও সাইফ হাসান।
আরও পড়ুন:
ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের পাশাপাশি বোলারদের পারফরম্যান্সও ছিল সাদামাটা। অন্যদিকে আয়ারল্যান্ড ছিল উজ্জীবিত। সব বিভাগেই অনবদ্য পারফর্ম করেছেন দলটির ক্রিকেটাররা। সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টাইগার শিবির। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই চাপে থেকেই মাঠে নামবে বাংলাদেশ।





