২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি আইসিসি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান দুদলের লড়াই হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করার কথা রয়েছে আইসিসির।

বিগত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে দুই দলের হাই-ভোল্টেজ ম্যাচটি শেষ হয় উত্তেজনায় ট্রফি বিতর্কের মধ্য নিয়ে।

আরও পড়ুন:

যে কারণে অনেকের ধারণা ছিল এবার একই গ্রুপেু খেলতে অসম্মতি জানাতে পারে দুদেশের ক্রিকেট বোর্ড।

এদিকে ওয়েবসাইটটির প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একই গ্রুপে থাকবে যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডস।

ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০ দলের অংশগ্রহণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সেজু