দলে নেই দুই প্রধান পেসার প্যাট কামিন্স ও যশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার পেসত্রয়ীর একমাত্র সদস্য হিসেবে পার্থে নেমেছেন মিচেল স্টার্ক। দিনের শুরুতে সব স্পটলাইট কেড়ে নিলেন তিনিই।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারেই পেয়েছিলেন জ্যাক ক্রলির উইকেট। প্রথম স্পেলে এরপর শিকার করেছেন বেন ডাকেট আর জো রুটের উইকেটও।
অলি পোপ আর হ্যারি ব্রুক মাঝে হাল ধরার চেষ্টা করেও ইংল্যান্ডকে বেশিদূর নিতে পারেননি। মিচেল স্টার্কই ফিরে এসে হয়েছেন নায়ক। বেন স্টোকস, জেমি স্মিথের উইকেট নিয়ে পূরণ করেন ফাইফার, গড়েছেন বিশ্বরেকর্ডও।
আরও পড়ুন:
টেস্ট ফরম্যাটে পেসারদের মধ্যে ঘরের মাঠে সর্বোচ্চ ৯বার ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। পেছনে পড়েছে ওয়াসিম আকরাম এবং অ্যালান ডেভিডসনের ৮ ফাইফারের রেকর্ড। এছাড়া অ্যাশেজে প্রথম বাঁহাতি পেসার হিসেবে ১০০ উইকেটের কীর্তিও এদিন নিজের করেছেন স্টার্ক।
মিচেল স্টার্কের এমন আগুন ঝরানো বোলিংয়ে ১৭২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস, তবে ছাড় দেয়নি তারাও। ইংলিশ পেসার জোফরা আর্চার প্রথম ওভারেই ফেরান অভিষিক্ত জ্যাক ওয়েদারাল্ডকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে মাত্র ৫ম ব্যাটার হিসেবে অভিষেক ইনিংসেই ডাক নিয়ে ফেরেন ওয়েদারাল্ড।
এরপরেই অবশ্য দৃশ্যপটে আসেন বেন স্টোকস। মাত্র ৬ ওভারের স্পেলে ২৩ রানের খরচায় ইংলিশ অধিনায়ক নিয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ইংলিশ অধিনায়কের সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৯ উইকেটে ১২৩ রানে। পিছিয়ে রয়েছে ৪৯ রানে। ৫ ম্যাচের সিরিজের উদ্বোধনী দিনেই অবশ্য দুই দল আভাস দিয়ে রেখেছে পেস বান্ধব এক সিরিজের জন্য।





