মুশফিককে সম্মাননা স্মারক দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি
সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি | ছবি: এখন টিভি
0

শততম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল মুশফিকুর রহিম। শতক থেকে মাত্র এক রান দূরে থাকতে দিনশেষ করলেও মিরপুর টেস্টের পুরোটা দিনই মুশিময়। এদিকে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটারের মাইলফলক অর্জনে দিন শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আর বিসিবি সভাপতির প্রত্যাশা প্রথম দিনের মতো টেস্টের বাকি দিনগুলোতেও দাপট দেখাবে টাইগাররা।

দিনের শুরুটা মুশফিকুর রহিমকে দিয়ে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে অভিজাত্যের শতকের সামনে দাঁড়িয়ে পেলেন দারুণ সম্মাননা। দিনের শেষটাও হলো তাকে দিয়েই। মাঠ ছাড়লেন ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলে।

মুশির আলোয় উজ্জ্বল দিনে ফিফটি জুটি এনে দেন দুই ওপেনার। তবে থিতু হয়েও বেশিদূর যেতে পারেননি সাদমান ও জয়। অধিনায়ক শান্তও বেশিক্ষণ টেকেননি। ফিরলেন দলীয় শতকের আগেই।

দুই দশক বটবৃক্ষ হয়ে সামলে রাখা মিডল অর্ডারের হাল ধরতে হলো সেই মুশফিকুর রহিমকেই। সঙ্গী হন মুমিনুল। দুই অভিজ্ঞ ব্যাটার পান ফিফটির দেখা। মুমিনুল বিদায় নিলেও অবিচল ছিলেন মুশি।

আরও পড়ুন:

দিনশেষে ফিফটির সামনে দাঁড়িয়ে থাকা লিটন দাস দ্বিতীয় দিনে আবারও সঙ্গী হবেন মুশফিকুর রহিমের। হয়তো সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি হাঁকানোর বিরল রেকর্ডের সাক্ষী হবেন মাঠে থেকেই।

তবে এক রানের আফসোস থেকে গেল মুশফিকুর রহিমের। যার জন্য অপেক্ষা করছিলেন গ্যালারির সমর্থক থেকে মাঠে আসা যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ সবাই। দিনশেষে মিস্টার ডিপেন্ডেবলের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও বললেন সেই একই কথা।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। ৯৯ রানে আজকে খেলা শেষ হয়েছে। কালকে উনি শততম টেস্টে শত রান করবেন। এটা আমাদের জন্য একটা প্রাপ্তি।’

বিসিবি সভাপতির প্রত্যাশা, প্রথম দিন যেভাবে কাটিয়েছে বাংলাদেশ, সেভাবেই দাপট দেখাবে পুরো ম্যাচে।

এসএস