দলে সামঞ্জস্য আনতে বেশ আগে থেকে ট্রেডের সুযোগ থাকলেও ২০২৬ আইপিএল নিলামের আগে হয়ে যাওয়া ট্রেড আলাদাভাবে আলোচনায়। মূলত বেশ কিছু বড় নাম এবার নিলামের আগেই দলবদল সেরেছেন। আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের ১৯তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ নভেম্বর ছিল ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন। একইদিন দলবদল করা খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
জাদেজা যেমন চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিয়েছেন, তেমনই রাজস্থান থেকে চেন্নাইয়ে যোগ দিয়েছেন আরেক বড় নাম সাঞ্জু স্যামসন। জাদেজার সঙ্গে রাজস্থানে দেখা যাবে চেন্নাইয়ের আরেক অলরাউন্ডার স্যাম কুরানকেও। ট্রেডে সবচেয়ে বেশি ৩ জন করে খেলোয়াড় নিয়েছে রাজস্থান ও মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যান্য বড় নামের মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা মোহাম্মদ শামি আগামী মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসে খেলবেন।
আইপিএলের ১০ দলের মাঝে ৫টি ট্রেড থেকে খেলোয়াড় কিনেছে। এর মাধ্যমে নিলামের আগেই দল কিছুটা সাজিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।





