প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আসিফ আকবর। ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে।
এর মধ্যে বিসিবির একটি সম্মেলনে বাফুফে ও ফুটবল নিয়ে তার কিছু মন্তব্য ঘিরে অনেকটা উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। এখন টিভির সঙ্গে কথা বলেছেন এ বিসিবি পরিচালক। তিনি জানিয়েছেন, বাফুফে থেকে শুরু করে ফুটবলারদের মন্তব্যকে খুব একটা গায়ে মাখছেন না তিনি।
আসিফ আকবর বলেন, ‘আমি যেটা কমেন্ট করলাম মারপিট, এটাতে তারা খুব সিন ক্রিয়েট করে ফেললো। চিঠিও দিয়ে দিলো বিসিবিকে। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উচিত ছিল আমার অভিযোগের সত্যতা যাচাই করা, তদন্ত করা- আসলেই তাদের লোকজন এমন করছে কি না?’
আসিফের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাফুফে। জানতে চাওয়া হয়েছিল, এই চিঠির পরিপ্রেক্ষিতে আসিফ কী ভাবছেন?
আরও পড়ুন:
আসিফ বলেন, ‘আমি খুব অনার্ড ফিল করছি চিঠিটা পেয়ে। কারণ এটা থেকে একটা সংঘর্ষ শুরু হলো এবং এ সংঘর্ষ থেকেই কিন্তু সমাধান হবে। সংঘাত থেকেই সমাধান হবে, সমালোচনা থেকেই সমস্যার একটা সমাধানের দিকে যাবো আমরা।’
তিনি বলেন, ‘যদি নভেম্বর মাসের মধ্যে আমি মাঠ বুঝে না পাই, আমি হাইকোর্টে রিট করবো।’
বিতর্কিত মন্তব্যের পর অভিযোগ ওঠে, কুমিল্লায় ফুটবলের মাঠ দখল করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান আয়োজন করেছিলেন আসিফ। এ বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
বিসিরি এ পরিচালক বলেন, ‘তারা যে বন্ধ করেছে বা এভাবে ঘটনাটা ঘটেছে, এটার কোনো সম্পৃক্ততা তারা কোনোদিন দেখাতে পারবে না। আর আমার খেলা বন্ধ হওয়ার কোনো সুযোগই নেই। আমি খুঁজি যে, এ খেলা চলছে চলুক, এটা শেষ হলে আমরা খেলবো।’
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে করা মন্তব্যটি ফুটবলাঙ্গন নেতিবাচকভাবে নিলেও নিজের অবস্থানে অনড় আসিফ। তবে ফুটবলকে শত্রু হিসেবে দেখছেন না তিনি। বরং দেশের স্বার্থে দুই খেলাকেই সহাবস্থানে থেকে ক্যালেন্ডার মেনে খেলা চালানোর বার্তা দিলেন এই পরিচালক।





